রাস্তার পাশে দাঁড়িয়ে বিলাসবহুল সব বাইক, বছর বছর ধরে মালিকের দেখা নেই

Yamaza FZ-1, Honda CBR600R-এর খুব বিরল Konica Minolta এডিশন, Honda 1000RR Fireblade – কী নেই সেখানে! মহারাষ্ট্রের আন্ধেরি থানার বাইরে দাঁড়িয়ে আছে এমনই সব অনাথ…

Yamaza FZ-1, Honda CBR600R-এর খুব বিরল Konica Minolta এডিশন, Honda 1000RR Fireblade – কী নেই সেখানে! মহারাষ্ট্রের আন্ধেরি থানার বাইরে দাঁড়িয়ে আছে এমনই সব অনাথ সুপারবাইক। বিলাসবহুল বাইকগুলির মালিকের পাত্তা নেই তাই অনাথ শব্দটির ব্যবহার।

ভারতে উপলব্ধ নয় এমন বাইক বিদেশ থেকে আমদানি করতে হলে চড়া শুল্ক দিতে হয়। ক্রেতারা অনেক ক্ষেত্রেই তা না করে সরকারকে ফাঁকি দিয়ে বাইরের দেশ থেকে ভারতে গাড়ি নিয়ে আসেন। ধরা পড়লেই শাস্তি! আইনি ঝামেলায় জড়ানোর অনিচ্ছা থেকে অনেকেই বাইকের মালিকানা দাবি করতে আসেন না।

Mumbai Police Station Yamaza Fz-1 Honda Cbr 600Rr

রাস্তায় গতির ঝড় তোলার স্বপ্ন ত্যাগ করে শেষ পর্যন্ত সেইসব দামি বাইকের জায়গা হয় থানা চত্বরে। আবার দুর্ঘটনার মধ্যে পড়লে তাদেরকে নিয়ে এসে থানায় জমা করানো হয়। Yamaza FZ-1, Honda CBR600R Konica Minolta এডিশন, Honda 1000RR Fireblade -এর ক্ষেত্রেও সেই একই ঘটনা ঘটেছে।

আন্ধেরি থানার বাইরে ছবিটি তুলেছে সিদ্ধার্থ এম নামে জনৈক এক ব্যক্তি। নেটমাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়তেই হা-হুতাশ করছে বাইকপ্রেমীরা! নামী-দামি বাইকের এই শেষ পরিণতি নিয়ে অনেকেই দুঃখপ্রকাশ করছেন।