Google Pay, PhonePe, Paytm থেকে অনলাইন পেমেন্ট করেন? এই ভুল করছেন না তো?

Google Pay, PhonePe বা Paytm দিয়ে পেমেন্ট করার সময় কোন কোন জিনিসগুলি মনে রাখতে হবে

বর্তমান সময়ে Online Payment খুবই সাধারণ ব্যাপার হয়ে উঠেছে। এখন বেশিরভাগ মানুষই Google Pay, Paytm, PhonePe-এর মত অ্যাপগুলির মাধ্যমে খুব সহজেই টাকার লেনদেন করে থাকে। কিন্তু অনলাইন লেনদেন বাড়ার সাথে সাথেই প্রতিনিয়ত সাইবার ক্রাইমও বেড়ে চলেছে। আর সাইবার অপরাধীরা (Cyber Criminal) সাধারণ মানুষকে প্রতারণা এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার জন্য নিত্য নতুন উপায় আবিষ্কার করেই চলেছে। তাই এমন পরিস্থিতিতে অসতর্ক থাকলে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। সেই কারণে এই প্রতিবেদনে আজ আমরা পাঁচটি এমন উপায় সম্পর্কে জানাবো, যেগুলি দ্বারা আপনি ইউপিআই বা অনলাইন জালিয়াতি থেকে সুরক্ষিত থাকতে পারবেন।

Google Pay, PhonePe বা Paytm দিয়ে পেমেন্ট করার সময় কোন কোন জিনিসগুলি মনে রাখতে হবে?

১) একাধিক অ্যাপ্লিকেশন ব্যবহার করা এড়িয়ে চলুন 

ফোনে একাধিক পেমেন্ট অ্যাপ্লিকেশন না রাখাই ভালো। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে শুধুমাত্র বিশ্বস্ত এবং ভেরিফাইড অ্যাপ্লিকেশন ইনস্টল করুন।

২) কোনো PIN শেয়ার করবেন না 

নিজের ইউপিআই পিন কারো সাথে শেয়ার করবেন না। আপনি যদি মনে করেন যে আপনার পিন অন্য ব্যক্তি জানতে পেরেছে, তাহলে অবিলম্বে সেটি পরিবর্তন করে ফেলবেন। 

৩) অ্যাপ আপডেট করতে থাকুন 

সব অ্যাপ নির্মাতা কোম্পানিই নির্দিষ্ট সময় অন্তর আপডেট নিয়ে আসে। যার মাধ্যমে অ্যাপে নতুন ফিচার যোগ করার পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়। তাই সর্বদা ইউপিআই পেমেন্ট অ্যাপগুলি আপডেট করা উচিত।

৪) স্ক্রিন লক

বর্তমানে শুধু স্মার্টফোনই নয়, এই পেমেন্ট অ্যাপগুলিও লক করে রাখা জরুরী। এর ফলে, যদি কখনো মোবাইল চুরি হয়ে বা হারিয়ে যায় অথবা কোন ভুল ব্যক্তির হাতে চলে যায় তাহলে আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে। এছাড়াও, পাসওয়ার্ড রাখার সময় নিজের নাম, মোবাইল নম্বর বা জন্ম তারিখ ব্যবহার করবেন না।

৫) কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না

অজানা কোন সোর্স থেকে পাওয়া কোনো লিঙ্কে ক্লিক করবেন না। অজানা লিঙ্কে ক্লিক করলেও প্রতারকেরা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হামলা চালাতে পারে। এছাড়াও, কিছু প্রতারক আপনাকে ব্যাঙ্কের কর্মচারী অথবা অন্য কোনো সরকারি আধিকারিক পরিচয় দিয়ে আপনার ব্যক্তিগত তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট ও ক্রেডিট কার্ডের নম্বর অথবা ইউপিআই পিন জানতে চাইলে কখনোই তা তাদের সাথে শেয়ার করবেন না।