Netflix Price Cut: ৫০০ টাকার প্ল্যান ২০০ টাকা, সমস্ত সাবস্ক্রিপশন প্ল্যানের দাম কমালো নেটফ্লিক্স

Netflix price slash: নেটফ্লিক্স ২০১৬ সালে ভারতে লঞ্চ হওয়ার পর, এই প্রথমবার তাদের প্ল্যানের দাম কমালো। অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মের সাথে লড়াইয়ে টিকে থাকতে কোম্পানির এই পদক্ষেপ বলে মনে হচ্ছে। তারা তাদের এন্ট্রি লেভেল বেসিক প্ল্যানের দাম ৪৯৯ টাকা থেকে কমিয়ে ১৯৯ টাকা করেছে। উল্লেখ্য, Netflix-এর এই মাসিক প্ল্যানে স্ট্যান্ডার্ড ডেফিনেশনে (SD) একটি মোবাইল, ট্যাবলেট, কম্পিউটারে কনটেন্ট দেখা যায়।

আবার দুটি ডিভাইসে হাই ডেফিনেশন (HD) কনটেন্ট দেখার জন্য আগে যেখানে মাসে ৬৪৯ টাকা খরচ করতে হত, এখন থেকে ৪৯৯ টাকা ব্যয় করতে হবে।

আবার Netflix-এর সবচেয়ে প্রিমিয়াম প্ল্যান, অর্থাৎ চারটে ডিভাইসে আল্ট্রা হাই ডেফিনেশন (Ultra HD) কনটেন্ট দেখার জন্য এখন মাসে ৬৪৯ টাকা চার্জ করা হবে। আগে যেখানে ৭৯৯ টাকা দিতে হত।

অন্যদিকে ২০১৯ সালে আনা নেটফ্লিক্স মোবাইল অনলি প্ল্যানের দাম ৫০ টাকা কমানো হয়েছে। আগে এই প্ল্যানের মূল্য ছিল ১৯৯ টাকা। তবে এখন থেকে ১৪৯ টাকা খরচ করলেই এই প্ল্যানের সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

নেটফ্লিক্স ইন্ডিয়ার ভিপি, মনিকা শেরগিল বলেছেন, তারা ১৪ ডিসেম্বর থেকে বিদ্যমান মেম্বারদের জন্য একটি নতুন অটো-আপগ্রেড ফিচার চালু করছেন। এই ফিচার একটি পপআপ দেখাবে, যা মেম্বারদের নতুন সাবস্ক্রিপশন প্ল্যানে অটো-আপগ্রেড করার অনুমতি দেবে।