ছোট্ট ভুল! Netflix সাবস্ক্রিপশন রিনিউ করতে গিয়ে খোয়া গেল লক্ষাধিক টাকা, সাবধান হোন

বর্তমান সময়ে প্রযুক্তি সম্পর্কে বিশেষ জ্ঞান না রাখা ‘নন টেক স্যাভি’ ব্যক্তিরা ব্যাপকভাবে সাইবার জালিয়াতির শিকার হচ্ছেন। দেখতে গেলে, বিগত কয়েক মাসের মধ্যে স্ক্যামারদের নিত্যনতুন পন্থা খপ্পরে পড়ে মানুষ সর্বস্ব হারাচ্ছে। সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা OTT প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের চিন্তা বাড়াবে। কেননা, সাইবার অপরাধীরা এবার এক ৭৪ বছর বয়সী বৃদ্ধকে Netflix সাবস্ক্রিপশন রিনিউ করানোর ফাঁদ ফেলে ১ লক্ষেরও অধিক টাকা তার ব্যাঙ্ক থেকে চুরি করে নিয়েছে। তাই আপনিও যদি সাম্প্রতিককালে কোনো অ্যাপ-সাবস্ক্রিপশন সংক্রান্ত ইমেল পান, তবে সর্বপ্রথম সেটির সেন্ডার-সোর্স ভ্যারিফাই করুন। নতুবা আপনার সাথেও এই একই ঘটনা ঘটতে পারে।

Netflix সাবস্ক্রিপশন রিনিউ করাতে গিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার ফাঁদে পড়লো এবার মুম্বাই-নিবাসী বৃদ্ধ

জানা গেছে নেটফ্লিক্স সংস্থার নাম ব্যবহার করে স্ক্যামার-গোষ্ঠী সম্প্ৰতি মুম্বাই ভিত্তিক এক ৭৪ বছর বয়সী প্লাস্টিক প্রিন্টিং ইম্পোর্ট ব্যবসায়ী ব্যক্তিকে সাবস্ক্রিপশন রিনিউ করানোর একটি ইমেল পাঠায়। যেখানে ৪৯৯ টাকা না দেওয়ার কারণে তার সাবস্ক্রিপশন রিনিউ করা সম্ভব হচ্ছে না বলে দাবি করা হয় এবং একই সাথে প্রদত্ত লিঙ্কে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ শেয়ার করার কথা বলা হয়। আর যেহেতু এই ভুয়ো ইমেলটি উক্ত OTT প্ল্যাটফর্ম দ্বারা পাঠানোর পূর্ববর্তী নোটিফিকেশনের ন্যায় দেখতে লাগছিল, সেহেতু ব্যক্তিটি সেন্ডার-সোর্স ভ্যারিফাই না করেই তার ব্যাঙ্কের সমস্ত তথ্যাদি স্ক্যামারদের হাতে তুলে দেয়। কিন্তু যতক্ষনে সেই ব্যক্তি বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন, ততক্ষনে তার ব্যাঙ্ক থেকে ৪৯৯ টাকার পরিবর্তে ১ লক্ষ ২২ হাজার টাকা তুলে নেয় ঘটনার নেপথ্যে থাকা সাইবার অপরাধীরা। যদিও আমরা জানতে পেরেছি, ঘটনাটি ঘটার দিনই অর্থাৎ ২৯শে নভেম্বর জুহু থানায় একটি এফআইআর দায়ের করে এই ভুক্তভোগী বৃদ্ধ।

এই প্রতারণার বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা মন্তব্য করেছেন যে, “প্রতারণামূলক ইমেলটিতে ৪৯৯ টাকা পেমেন্ট করার জন্য একটি লিঙ্ক প্রদান করা হয়েছিল। ভিক্টিম এই ইমেল দেখে দুবার চিন্তা না করেই লিঙ্কটিতে ক্লিক করেছিলেন এবং তার ক্রেডিট কার্ডের সমস্ত বিবরণ লিঙ্কে দেওয়া ফর্মে এন্টার করে দেন। যারপর তার মোবাইল ফোনে ১.২২ লক্ষ টাকা পেমেন্ট করার নোটিফিকেশন সহ একটি ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) এসেছিল। তবে টাকার পরিমাণ চেক না করেই ব্যক্তিটি OTP শেয়ার করে দেন।” ফলে এরূপ অসাবধানতা কারণে মুম্বাই-নিবাসী বৃদ্ধকে ৪৯৯ টাকার সাবস্ক্রিপশনের পরিবর্তে লক্ষাধিক টাকা খোয়াতে হয়েছে। যদি তিনি OTP শেয়ার করার আগে একবার টাকার পরিমাণ দেখে নিতে তবে হয়তো তার কষ্ট করে অর্জিত টাকা বেহাতে যেত না।

যাইহোক পুলিশ-বিভাগের তরফ থেকে আরো জানানো হয়েছে যে, একসাথে এত বিপুল পরিমাণ টাকা অনলাইনে ট্রানজ্যাকশন করার জন্য ব্যাঙ্ক থেকে একটি ভ্যারিফিকেশন কল এসেছিল ব্যক্তিটির কাছে। যেখানে, “আপনি যদি ১.২২ লক্ষ টাকা পরিশোধ না করে থাকেন তাহলে ৮ নম্বর প্রেস করুন” এমনটা বলা হয়। যারপরই ভিক্টিম বুঝতে পারেন যে তিনি স্ক্যামার দ্বারা প্রতারিত হয়েছেন।

এইরকম ঘটনা উপেক্ষা করার সবথেকে সহজ উপায় হল, অজানা কোনো সোর্স বা কোনো প্রখ্যাত সংস্থার নাম করে ইমেল এলে তা ভ্যারিফাই না করা পর্যন্ত ফোনে আসা OTP কারো সাথে শেয়ার করবেন না। কেননা, নেটফ্লিক্স সহ অন্যান্য অনুমোদিত সংস্থাগুলি কখনোই তাদের গ্রাহককে ইমেলের মাধ্যমে OTP শেয়ার করতে বলবে না। তাই আপনি হালফিলে যদি এই জাতীয় কোনো মেসেজ না ইমেল পেয়ে থাকেন তবে, তা উপেক্ষা করুন এবং আদৌ এরকম কোনো অফার দেওয়া হচ্ছে কিনা জানতে সংস্থাগুলির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করুন৷ স্ক্যামাররা বর্তমানে এমন ব্যক্তিদের বেশি টার্গেট করছে, যারা টেকনোলজি সম্পর্কে জ্ঞানসম্পন্ন নয়। কেননা অনলাইন পেমেন্ট করার আগে কি কি তথ্য দেখা উচিত বা বর্তমান প্রযুক্তি সম্বন্ধে মানুষের যত কম ধারণা থাকবে, ততই ডিজিটাল জালিয়াতি করতে সুবিধা হবে। একই সাথে, এই ঘটনায় ভিক্টিম পেমেন্ট করার আগেই যেরূপ অসতর্কতা দেখিয়েছেন, তা একদমই করবেন না!

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

3 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

3 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

4 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

6 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

6 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

7 hours ago