Hero Pleasure Plus: ব্লুটুথ কানেক্টিভিটি সহ আসছে নয়া হিরো প্লেজার প্লাস, প্রকাশ্যে টিজার

দিওয়ালির আগেই ভারতের বাজারে একগুচ্ছ টু-হুইলার লঞ্চের কথা গতকালই জানিয়েছিল দেশের অন্যতম অটোমোবাইল ব্র্যান্ড Hero MotoCorp। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে আরেকটি স্কুটার Hero Pleasure Plus। আজ সংস্থাটি আসন্ন এই স্কুটারের একটি টিজার শেয়ার করেছে। যা দেখে মনে হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি সহ নতুন প্রজন্মের কিছু অভিনব ফিচারের সাথে লঞ্চ হতে চলেছে নয়া Hero Pleasure Plus।

Hero Pleasure Plus এর বৈশিষ্ট্য (সম্ভাব্য)

নতুন হিরো প্লেজার প্লাস স্কুটারটিতে থাকতে পারে একাধিক অভিনব ফিচার। যেমন ব্লুটুথ কানেক্টিভিটি, অ্যানালগ মেইন স্পিডো ইত্যাদি। এছাড়াও এতে দেখা যেতে পারে একটি ডিজিটাল ডিসপ্লে, যেখানে ইনকামিং কল অ্যালার্ট, এসএমএস ও মিসড কল অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি স্ট্যাটাসও ভেসে উঠবে। সাথে ট্রিপ মিটার এবং তেলের পরিমাণ ডিসপ্লে হবে এতে। এলইডি হেড ল্যাম্পটির সাথে ডে-টাইম রানিং ল্যাম্পস ইন্টিগ্রেটেড থাকতে পারে। এছাড়াও চমকদার রং এবং আরামদায়ক পিলিয়ন ব্যাকরেস্টের সাথে লঞ্চ হতে পারে স্কুটারটি।

Hero Pleasure Plus এর ইঞ্জিন

হিরো প্লেজার প্লাস স্কুটারের ইঞ্জিনটি সিঙ্গেল সিলিন্ডার যুক্ত ১১০ সিসি ডিসপ্লেসমেন্টের সাথে আসতে পারে। ইঞ্জিনটি থেকে ৮ এইচপি শক্তি এবং সর্বোচ্চ ৮.৭ এনএম টর্ক উৎপন্ন হতে পারে। এছাড়াও সিভিটি গিয়ার বক্স যুক্ত ট্রানস্মিশন থাকতে পারে এতে।

Hero Pleasure Plus এর দাম

লঞ্চ হওয়ার পরেই নয়া হিরো প্লেজার প্লাস স্কুটারটির দাম নির্দিষ্ট হবে বলা সম্ভব। বিদ্যমান প্লেজার প্লাস স্কুটারটির দাম ৬২,৯৪০ টাকা (এক্স-শোরুম)। ফলে নতুন ফিচারের সাথে আসা স্কুটারটির মূল্য ৬৫,০০০ টাকার কাছাকাছি রাখা হতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন