Royal Enfield Scram 411 জল্পনার অবসান ঘটিয়ে সামনের মাসে লঞ্চ হচ্ছে, নিশ্চিতবার্তা দিল সংস্থা

Royal Enfield Scram 411 লঞ্চের জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষা করে রয়েছেন ‘বাইকপ্রেমীরা’। এবার এর লঞ্চের সময় কনফার্ম করল সংস্থা৷ Scram 411 সামনের মাসে অর্থাৎ মার্চে ভারতের বাজারে পা রাখতে চলেছে বলে নিশ্চিতবার্তা দেওয়া হয়েছে। তবে লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি তারা। উল্লেখ্য, Royal Enfield Himalayan অ্যাডভেঞ্চার মডেলের উত্তরসূরি হিসেবে আসতে চলেছে মোটরসাইকেলটি, তবে স্ক্র্যাম্বলার অবতারে। অ্যাডভেঞ্চার মডেলটির সাথে এর সামান্য কিছু কারিগরি এবং স্টাইলিংয়ের পরিবর্তন নজর করা যাবে। ইতিমধ্যেই Royal Enfield Scram 41 -এর স্পাই ছবি এবং বিস্তারিত স্পেসিফিকেশন ফাঁস হয়েছে নেট মাধ্যমে।

রয়্যাল এনফিল্ড স্ক্র্যাম ৪১১ (Royal Enfield Scram 411)-এ দেখা মিলবে একটি বডি-কালার্ড কাস্ট মেটাল হেডল্যাম্প কাউল, তেলের ট্যাঙ্কে ব্র্যান্ডিংয়ের ব্যাজ প্লেট, ট্রিপার নেভিগেশন ফাংশনের সাথে অফসেট স্পিডোমিটার, সাইড প্যানেলে স্ক্র্যাম ৪১১ ব্র্যান্ডিং, একটি সিঙ্গেল পিস সিট এবং অন্যান্য ফিচার। হার্ডওয়্যারের প্রসঙ্গে বলতে গেলে বাইকটির সামনে আছে ১৯ ইঞ্চির এবং পেছনে ১৭ ইঞ্চির অয়ার স্পোক।

এছাড়াও সাসপেনশন হিসেবে ফ্রন্ট টেলিস্কোপিক ফর্ক এবং রিয়ার মনোশকের দেখা মিলবে। মাঠে-ঘাটে চষে বেড়ানোর জন্য এতে উপস্থিত টিউব-টাইপ টায়ার। ব্রেকিং সিস্টেম হিসেবে উভয় চাকাতেই রয়েছে সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস। হিমালায়ান (Himalayan)-এর সম ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন এতে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে এর ৪১১ সিসি এয়ার/অয়েল কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিনটি থেকে ৬,৫০০ আরপিএম গতিতে ২৪.৩ বিএইচপি শক্তি এবং ৪,৫০০ আরপিএম গতিতে ৩২ এনএম টর্ক পাওয়া যাবে।

প্রসঙ্গত, নেট মাধ্যমে ফাঁস হওয়া ছবিতে Royal Enfield Scram 411-এর দুটি রঙের বিকল্প ধরা পড়েছে – ম্যাট ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট। এটি বাজারে আসার পর Yezdi Scrambler, Honda CB350RS, Husqvarna Svartpilen 250 মোটরবাইকগুলির সাথে জোরদার টক্কর চলবে। অনুমান করা হচ্ছে Himalayan-এর চাইতে এর দাম সামান্য কম রাখা হতে পারে।