ভারতে গেম টুর্নামেন্ট শুরু করছে PUBG New State Mobile, জিতলে পাবেন লাখো লাখো টাকা

অনলাইন মোবাইল গেম প্রেমীদের মধ্যে এখন খুব জনপ্রিয় একটি ব্যাটেল রয়্যাল গেম হল Krafton-এর New State Mobile (আগে যা ছিল PUBG New State)। PUBG, BGMI, Free Fire ইত্যাদি ব্যান হওয়ার পর প্লেয়ারদের মধ্যে অধিকাংশই এই গেমটি খেলতে বেশ পছন্দ করছেন। সেক্ষেত্রে বিশেষ ব্যাপার হল এটাই যে, এবার New State Mobile গেমই ১ কোটি টাকা পকেটস্থ করার সুযোগ দিচ্ছে। আসলে গেমিং সংস্থাটি সম্প্রতি একটি টুর্নামেন্টের ঘোষণা করেছে, যার মাধ্যমে প্লেয়াররা লাখ লাখ টাকার পুরস্কার জিততে পারেন, এমনকি ভাগ্য এবং গেম খেলার দক্ষতা ভালো থাকলে তারা হয়ে যেতে পারেন কোটিপতিও। উল্লেখ্য, ESL India Nodwin Gaming-এর সাথে পার্টনারশিপ করে Snapdragon Conquest New State: Pro Series নামক এই আকর্ষণীয় টুর্নামেন্টের আয়োজন করছে New State Mobile তথা Krafton, যা BGMI (Battlegrounds Mobile India) ভারতে নিষিদ্ধ হওয়ার পর মোবাইল গেমারদের আকৃষ্ট করার এবং নতুন কিছু করার চেষ্টা বলে মনে হচ্ছে।

New State Mobile গেম টুর্নামেন্টে অংশগ্রহণ করতে বয়েস হতে হবে ১৬ বছর

স্ন্যাপড্রাগন কনকোয়েস্ট নিউ স্টেট: প্রো সিরিজ গেম টুর্নামেন্টটি কিন্তু গত ৩০শে নভেম্বর থেকে উপলব্ধ হয়েছে। এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখনও চলছে। সেক্ষেত্রে আগ্রহী প্লেয়াররা গেম ইভেন্টের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে রেজিস্টার করতে পারেন। মনে রাখবেন, টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করার জন্য বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। এছাড়া মানতে হবে আরো কিছু শর্ত

Snapdragon Conquest New State: Pro Series ইভেন্ট ও কিছু কথা

বলে রাখি, নিউ স্টেট মোবাইল গেম টুর্নামেন্টের পাঁচটি ধাপ থাকবে। এর মধ্যে ইভেন্ট শুরু হবে আগামী ১২ই ডিসেম্বর থেকে, যে ওপেন কোয়ালিফায়ার রাউন্ড (Open Qualifier Round) ২০শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এরপর ২৮শে ডিসেম্বর থেকে ৩০শে ডিসেম্বর পর্যন্ত ওপেন ফাইনাল অনুষ্ঠিত হবে। এই পর্যায়ে কেবলমাত্র ১৬টি দল পরবর্তী পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। বলে রাখি, পরের এই পর্বের নাম দেওয়া হয়েছে ‘মোবাইল চ্যালেঞ্জ’ (Mobile Challenge), এটি ৫ই জানুয়ারী থেকে ১৫ই জানুয়ারী, ২০২৩ পর্যন্ত চলবে। এই পর্যায়ে ১৬টি টিম অন্যান্য টিমের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। এরপর মাত্র ২৪টি টিম এগিয়ে যাবে। আবার পরবর্তী ধাপে গ্র্যান্ড ফাইনালে পৌঁছবে মাত্র ১৬টি দল।

গেম টুর্নামেন্টের পুরষ্কার থেকে হতে পারেন লাখ লাখ টাকার মালিক

নিউ স্টেট মোবাইল গেম টুর্নামেন্টে প্লেয়ারদের র‌্যাঙ্কের ভিত্তিতে পুরষ্কার দেওয়া হবে। যেমন এতে প্রথম স্থানাধিকারী পাবেন ২৪,০০০ ডলার (১৯৭৪৫৪০ টাকা), আবার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা প্লেয়াররা যথাক্রমে ১৯,০০০ ডলার (১৫৬৩১৭৭ টাকা) এবং ১৫,০০০ ডলার (১২৩৪০৮৭.৫ টাকা) পুরষ্কার পেতে পারেন। একইভাবে চতুর্থ স্থানাধিকারী ১১,০০০ ডলার, পঞ্চম স্থানাধিকারী ৮,০০০ ডলার এবং ষষ্ঠ স্থানে ব্যক্তি ৫,০০০ ডলার পাবেন। অন্যদিকে নবম-দশম স্থানে থাকলে মিলবে ৩,০০০ ডলার। এছাড়া একাদশ থেকে দ্বাদশ স্থানে থাকা ব্যক্তিরা ২,৫০০ ডলার পকেটে পুড়তে পারবেন।