2022 Tata Nexon EV: দেশের সর্বাধিক বিক্রিত বৈদ্যুতিক গাড়ি আরও পাওয়ারফুল ভার্সনে আসছে, বিস্তারিত জেনে নিন

গত সোমবার অর্থাৎ ২১ মার্চ ভারতের বাজারে অ্যালট্রজ ডিসিএ (Altroz DCA) অটোমেটিক ভ্যারিয়েন্টের গাড়িটি লঞ্চ করেছে টাটা (Tata)। বর্তমানে সংস্থাটি তাদের একাধিক মডেলের গাড়ির নতুন ভ্যারিয়েন্ট এবং ফেসলিফ্ট ভার্সনের উপর কাজ করছে। যেগুলি ২০২২-এর মধ্যেই ভারতের বাজারে হাজির করবে টাটা। আবার লঞ্চের তালিকায় থাকতে পারে ২০২২ টাটা নেক্সন ইভি (2022 Tata Nexon EV)। নতুন প্রজন্মের বৈদ্যুতিক গাড়িটি দিওয়ালির আগেই অর্থাৎ এ বছরের মাঝামাঝি সময়ে বাজারে নিয়ে আসতে পারে টাটা।

আগের তুলনায় আরো বেশি ক্ষমতার ব্যাটারি সহ আসবে 2022 Tata Nexon EV। ফলে নতুন মডেলটির রেঞ্জও বেশি হবে। আবার এতে বেশকিছু ডিজাইন আপডেটের দেখা মিলবে। ইতিমধ্যেই এ দেশে বেশি রেঞ্জের Nexon EV-র টেস্টিংয়ের ছবি ফাঁস হয়েছে। নতুন Tata Nexon EV মডেলট ৪০ কিলোওয়াট আওয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারি প্যাক সহ হাজির হতে পারে। বর্তমানে বাজারে চলতি মডেলটিতে রয়েছে ৩০.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। ARAI-এর শংসাপত্র অনুযায়ী গাড়িটির রেঞ্জ ৩১২ কিমি দাবি করা হলেও বাস্তবে একবার চার্জে ২০০-২২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

বড় ব্যাটারির মডেলটির বাস্তবিক রেঞ্জ ৩০০ কিমি হতে পারে বলে মনে করা হচ্ছে। আবার 2022 Tata Nexon EV অধিক শক্তিশালী চার্জার সহ আসবে। খুব সম্ভবত এটি হতে পারে ৬.৬ কিলোওয়াট এসি চার্জার। বর্তমানে বাজারে উপলব্ধ মডেলটির এসি চার্জারটি ৩.৩ কিলোওয়াট। যা দিয়ে ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে প্রায় ১০ ঘন্টা। তবে নয়া মডেলটিতে ৬.৬ কিলোওয়াট এসি চার্জারটি বিকল্পের তালিকায় থাকতে পারে।

বৃহত্তর ব্যাটারি প্যাক সহ আনতে হলে 2022 Tata Nexon EV-র তলদেশের নকশা বদলাতে হতে পারে সংস্থাটিকে। যে কারণে বুট স্পেস আগের তুলনায় কমতে পারে। গাড়িটির চার চাকাতেই ডিস্ক ব্রেক দেওয়া হবে। আবার বড় ব্যাটারির কারণে এর ওজন আগের তুলনায় বেড়ে যেতে পারে। নতুন Nexon EV-র দাম রাখা হতে পারে ১৭-১৮ লক্ষ টাকা, যা বর্তমান মডেলটির তুলনায় ৩-৪ লক্ষ টাকা বেশি। আবার Hyundai Kona EV এবং MG ZS EV-র সাশ্রয়ী প্রতিদ্বন্দ্বী হিসেবে আসবে এটি।