KYC Scam: দিনের বেশিরভাগ সময় WhatsApp-এ কাটান? এই ধরণের মেসেজের ফাঁদে পা দেবেন না

দৈনন্দিন জীবনে WhatsApp (হোয়াটসঅ্যাপ) এখন যেমন অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, তেমনি এর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বেড়ে চলেছে নানাবিধ স্ক্যাম বা জালিয়াতির ঘটনা। হ্যাঁ, বিশাল ইউজারবেস এবং তাদের এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির ওপর নির্ভরশীলতাকে হাতিয়ার করেই এখন প্রায়ই সাইবার ক্রিমিনালরা নিত্যনতুন কেলেঙ্কারির ফাঁদ পাতছে। সেক্ষেত্রে আপনি যদি দিনের বেশিরভাগ সময় WhatsApp-এ কাটান, তাহলে সাবধান! কারণ সম্প্রতি এই প্ল্যাটফর্মে চলা নতুন কেলেঙ্কারি নিয়ে ইউজারদেরক সতর্কবার্তা দিয়েছে দিল্লি পুলিশ। জানা গিয়েছে যে কোনো কোম্পানির পুরষ্কার জেতার টোপ, বিদেশে চাকরির প্রলোভন বা কিউআর (QR) কোড স্ক্যান জাতীয় কোনো ফাঁদ নয়, বরঞ্চ এবার প্রতারকরা একটি মোবাইল কোম্পানির নাম ও লোগো ব্যবহার করে সাধারণ মানুষকে শিকার বানানোর চেষ্টা করছে।

দিন পাঁচেক আগে দিল্লি পুলিশ এই বিষয়ে একটি টুইট শেয়ার করেছে। আর ওই পোস্টেই বলা হয়েছে যে, টেলিকম সার্ভিস প্রোভাইডার এমটিএনএল (MTNL)-এর নাম ও লোগো ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সাইবার প্রতারণা করা হচ্ছে। উক্ত টুইট অনুযায়ী, এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ইউজাররা স্ক্যামারদের কাছ থেকে ভুয়ো মেসেজ পাচ্ছেন, যেখানে এমটিএনএলের নাম করে তাদের কেওয়াইসি (KYC) ডিটেইলস আপডেট করতে বলা হচ্ছে। 

শুধু তাই নয়, মেসেজে প্রতারকরা ভিক্টিমকে অবিলম্বে একটি কল করতে বলে যাতে তাদের সিম কার্ডটি ব্লক না হয়। ইউজারদের মনে ভয় দেখানোর জন্য, তারা আরও দাবি করে যে তাদের ই-কেওয়াইসি স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টিতে গুরুত্ব না দিলে ২৪ ঘন্টার মধ্যেই সিম কার্ড ব্লক করা হবে। এই পরিস্থিতিতে দিল্লি পুলিশ, এই ধরণের মেসেজগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে; একইসাথে ব্যক্তিগত তথ্য কারো সাথে শেয়ার না করার এবং ভেরিফায়েড নয় এমন কোনো লিংকে ক্লিক না করার কথাও বলা হয়েছে। 

এমত পরিস্থিতিতে যদি কেউ এই ধরণের মেসেজ পান, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে এই সংস্থাগুলি WhatsApp-এর মাধ্যমে কেওয়াইসি ভেরিফাই করে না। তাছাড়া এই ধরণের কোনো জালিয়াতির সাথে জড়িয়ে পড়ছেন মনে হলে, অবিলম্বে নিকটস্থ পুলিশ স্টেশনে বিষয়টি জানান বা ১৯৩০ নম্বরে কল করুন।