Redmi Note সিরিজের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন 29 মার্চ লঞ্চ হচ্ছে, নিশ্চিত করল Xiaomi

Xiaomi গত জানুয়ারিতে গ্লোবাল মার্কেটে Redmi Note 11 সিরিজের চারটি স্মার্টফোন একসাথে লঞ্চ করেছিল। Redmi Note এবং ফিচারে পরিপূর্ণ, শব্দ দু’টি যেন একে অপরের সমার্থক। আর এই সিরিজের লেটেস্ট মডেলের তার ব্যতীক্রম ঘটেনি। দুর্দান্ত সব ফিচার দেওয়া হয়েছিল সেগুলিতে। তবে Redmi Note 11 লাইনআপে চারটি ডিভাইস নিয়ে এসে সন্তুষ্ট হয়ে বসে নেই শাওমি। এবার আরও একটি নতুন Redmi Note 11 স্মার্টফোন লঞ্চের ঘোষণা করল সংস্থাটি।

সেই হ্যান্ডসেটের নাম এখনও প্রকাশ না করলেও এটি যে ২৯ মার্চ বিশ্ববাজারে আত্মপ্রকাশ করতে চলেছে, তা আজ অফিসিয়াল সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলির মাধ্যমে নিশ্চিত করেছে শাওমি। সংস্থার দাবি, Redmi Note 11 সিরিজের আপকামিং মডেলটি এখনও পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল Redmi Note স্মার্টফোন হিসাবে আত্মপ্রকাশ করবে।

অনুমান, নতুন Redmi Note 11 ডিভাইসটির নাম রাখা হতে পারে Redmi Note 11 Ultimate। আবার এটি চীনে উপলব্ধ Redmi Note 11 Pro+ 5G এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলেও জল্পনা শোনা যাচ্ছে‌। উল্লেখ্য, স্মার্টফোনটি ভারতের বাজারে Xiaomi 11i Hypercharge নামের সঙ্গে রিব্যাজড হয়ে লঞ্চ হয়েছে।

Redmi Note 11 Pro+ 5G স্পেসিফিকেশন

চীনে সর্বপ্রথম লঞ্চ হওয়া রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস (১০৮০ x ২৪০০ পিক্সেল) অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ হোল, যার কাট আউটের মধ্যে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল এফ/১.৯ অ্যাপারচার সহ ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা৷ রেডমি নোট ১১ প্রো প্লাস ৫জি চীনে অক্টা কোর ডাইমেনসিটি ৯২০ প্রসেসরের সঙ্গে এসেছে‌।

এছাড়া, Redmi Note 11 Pro+ 5G অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১৩ সফটওয়্যারে রান করে‌। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পাওয়া যায় ৪,৫০০ এমএএইচ ব্যাটারি, যা ১২০ ওয়াট হাইপারচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এই ফোনে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।