২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ সহ ভারতে এল Sennheiser এর নতুন ইয়ারবাডস

Avatar

Published on:

অডিও প্রোডাক্ট নির্মাতা ব্র্যান্ডগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় একটি নাম হল Sennheiser। এই জার্মান সংস্থাটি মূলত বিভিন্ন ধরণের ইয়ারফোন এবং অন্যান্য অডিও ডিভাইস তৈরি করে। তবে এবার সংস্থার ৭৫ বছর পূর্তি উপলক্ষে Sennheiser লঞ্চ করেছে Sennheiser Momentum True Wireless-2 ইয়ারবাডস, যার দাম ২৪,৯৯৯ টাকা। আপাতত এই ইয়ারবাডসটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে একচেটিয়াভাবে উপলব্ধ হবে।

Sennheiser MTW-2 ইয়ারবাডের স্পেসিফিকেশন

Sennheiser এর এই নতুন TWS ইয়ারবাডসটি ৭ মিলিমিটার ডায়নামিক ড্রাইভারের সাহায্যে চালিত। এটির বিল্ট-ইন ইকুইলাইজার এবং স্মার্ট কন্ট্রোল অ্যাপ ফিচার, ইউজারদের ভিন্ন স্বাদের অডিও এক্সপিরিয়েন্স সরবরাহ করে। এছাড়া এই ইয়ারবাডসে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন (ANC) এবং ট্রান্সপারেন্ট হিয়ারিং ফিচার রয়েছে, যার ফলে এটি উন্নত সাউন্ড আউটপুট দিতে পারে।

এই ইয়ারবাডসটিতে বিশেষ টাচ কন্ট্রোল ফিচার এবং গুগল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাপল সিরির মতো ভয়েস কমান্ড ফিচার উপলব্ধ, যার সাহায্যে ইউজাররা মিউজিক প্লেব্যাক, কল ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া এতে একটি স্মার্ট পজ (Pause) ফিচারও রয়েছে যা ইউজারের পছন্দ বুঝতে পারে, ফলে শ্রোতার কান থেকে ডিভাইসটি খুললে এটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় এবং কানে লাগালে পুনরায় চালু হয়।

ব্যাটারি ব্যাকআপের কথা বললে, এইস ইয়ারবাডটি ৭ ঘন্টার ব্যাটারি লাইফ সরবরাহ করে। চার্জিং কেসসহ এটি ২৪ ঘন্টা পর্যন্ত পরিষেবা দিতে পারে। সংস্থার দাবি, এই নতুন প্রোডাক্টটি গ্রাহকদের অনন্য অভিজ্ঞতা প্রদান করবে।

সঙ্গে থাকুন ➥