Nexzu আনলো Roadlark Cargo ইলেকট্রিক সাইকেল, ডুয়াল ব্যাটারির সাথে পাবেন ১০০ কিমি রাইডিং রেঞ্জ

কয়েক সপ্তাহ আগে, নেক্সজু মোবিলিটি (Nexzu Mobility), ভারতে একটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইসাইকেল লঞ্চ করেছিল, যার নাম ছিল Roadlark। গতকাল আবার নেক্সজু লং রেঞ্জের এই ইলেকট্রিক…

কয়েক সপ্তাহ আগে, নেক্সজু মোবিলিটি (Nexzu Mobility), ভারতে একটি প্রিমিয়াম ইলেকট্রিক বাইসাইকেল লঞ্চ করেছিল, যার নাম ছিল Roadlark। গতকাল আবার নেক্সজু লং রেঞ্জের এই ইলেকট্রিক বাইসাইকেলের কার্গো (Cargon) ভার্সন লঞ্চ করেছে। কোম্পানি বিবৃতিতে বলেছে, Roadlark Cargo কে দেশজুড়ে ই-কমার্স ব্যবসায় লাস্ট-মাইল ডেলিভারির চাহিদা পূরণের জন্য তৈরি করা হয়েছে। এটি বিভিন্নভাবে কাস্টমাইজ করার সুবিধা পাওয়া যাবে। সুতরাং, গ্রাহকরা তাদের প্রয়োজনীয়তা ও পছন্দ অনুযায়ী ক্যারিয়ার চয়ন করতে পারবেন। বিকল্পের মধ্যে পাবেন বাস্কেট, ব্যাগ, এমনকি বাক্স।

নেক্সজু জানিয়েছে, Roadlark Cargo-এর সম্ভাব্য ক্রেতা হিসেবে তারা রেস্টুরেন্ট, ক্লাউড কিচেন, ই-কমার্স,  সুপারমার্কেট, রিটেল আউটলেট, ও অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারীদের টার্গেট করছে।

নেক্সজু মোবিলিটির সিইও রাহুল শোনাকের কথায়, Roadlark Cargo উচ্চ শক্তির স্টিল দিয়ে তৈরি, যা যে কোনও প্রকার কঠিন রাস্তায় টেকসই রাইড দেয়। ডুয়াল ডিস্ক ব্রেকের মতো উচ্চ সুরক্ষাযুক্ত বৈশিষ্ট্য ছাড়াও এটি IoT কানেক্টিভিটির উন্নত ফিচার সহ এসেছে, যা নেক্সজু নিজে ডিজাইন ও ডেভেলপ করেছে।

Nexzu Roadlark Cargo দুটি লিথিয়াম-আয়ন ব্যাটারি সহ লঞ্চ হয়েছে, একটি ফ্রেমের মধ্যে ও অপরটি সিটের নীচে রাখা। ফ্রেমের মধ্যে থাকা ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৫.২ অ্যাম্পিয়ার আওয়ার এবং সিটের নীচে অবস্থিত ব্যাটারি প্যাকের ক্যাপাসিটি ৮.৭ অ্যাম্পিয়ার আওয়ার। এক্সটার্নাল ব্যাটারি আবার রিমুভেবল, অর্থাৎ আপনি এটি খুলতে পারবেন। ব্যাটারি দু’টি বাড়িতে থাকা চার্জিং সকেট দিয়ে চার্জ দেওয়া যাবে। ব্যাটারি সম্পূর্ণ চার্জ হতে ৩-৪ ঘন্টা সময় নেবে।

Nexzu Roadlark Cargo

Nexzu Roadlark Cargo রিয়ার-হুইল মাউন্টেড এবং প্যাডেল অ্যাসিস্টেড ৩৬ ভোল্ট, ২৫০ ওয়াট বিএলডিডি ইলেকট্রিক মোটরে চলে। ফলস্বরূপ, ই-সাইকেলটি ‘Pedlac’ মোডে ১০০ কিমি ও ‘থ্রোটল মোডে’ ৭৫ কিমি চলতে সক্ষম। টপ স্পিড অবশ্য ২৫ কিমি/ঘন্টা।

Roadlark ই-সাইকেলে Nexzu, কোল্ড-রোলড স্টিল চ্যাসিস, টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এবং দু’দিকেই ভেন্টিলেটেড ডিস্ক ব্রেক দিয়েছে। এছাড়া, ফ্ল্যাট হ্যান্ডেলবার সহ এতে ডিজিটাল ডিসপ্লে পাওয়া যাবে। ব্যাটারি পার্সেন্টেজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রিডআউট এই ডিসপ্লের মাধ্যমে মিলবে।

স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই Roadlark এর Cargo ভার্সনের দাম শুরু হচ্ছে ৪২ হাজার টাকা থেকে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন