iPhone এর বড় প্রতিদ্বন্দ্বী আসছে, Nio লঞ্চ করছে Snapdragon প্রসেসর ও 100W চার্জিংয়ের ফোন

সম্প্রতি জানা গেছে, জনপ্রিয় অটোমোবাইল প্রস্তুতকারক নিও (Nio) বর্তমানে ইলেকট্রনিক্স যানবাহনের পাশাপাশি তাদের ব্র্যান্ডের প্রথম স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে। অ্যাপল (Apple)-এর মতো প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ডগুলিকে টক্কর দেওয়ার লক্ষ্যেই নিও তাদের এই নতুন শাখার সূচনা করতে চলেছে। নয়া একটি রিপোর্ট থেকে জনপ্রিয় ইলেকট্রনিক্স ভেহিকেল নির্মাতার আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে কিছু আকর্ষণীয় বিবরণ প্রকাশ্যে এসেছে। জানা যাচ্ছে, এই নয়া প্রিমিয়াম গ্রেডের ফোনে শক্তি জোগাবে Qualcomm-এর ফ্ল্যাগশিপ প্রসেসর। তাহলে আসুন নতুন রিপোর্টটি থেকে আর কি কি তথ্য সামনে এল, দেখে নেওয়া যাক।

Nio আনছে তাদের প্রথম স্মার্টফোন

এরিনাইভি (ArenaEV)-এর একটি নতুন রিপোর্টে নিও-এর প্রথম স্মার্টফোনের চিপসেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, এই চিপটি নতুন হ্যান্ডসেটটিকে শক্তিশালী করার পাশাপাশি চার্জিং ক্ষমতাও দেবে৷ জানিয়ে রাখি, নিও একটি পরিচিত বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থা। কিছুদিন আগে ব্র্যান্ডটির প্রতিষ্ঠাতা জানিয়েছিলেন যে, তারা বছরে একটি করে নতুন ফোন লঞ্চ করার পরিকল্পনা করছেন এবং এই ডিভাইসগুলিকে তারা উচ্চমানের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট হিসাবে গড়ে তুলবেন।

প্রসঙ্গত, এরিনাইভি তাদের রিপোর্টে প্রকাশ করেছে যে, এই নিও ব্র্যান্ডের স্মার্টফোনটি কোয়ালকমের একটি ফ্ল্যাগশিপ স্তরের স্ন্যাপড্রাগন চিপসেট দ্বারা চালিত হবে। অর্থাৎ, বর্তমানে এই প্রিমিয়াম হ্যান্ডসেটের সাথে মানানসই সম্ভাব্য চিপসেটটি হল স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১, যা কোয়ালকমের সাম্প্রতিকতম এবং সর্বশ্রেষ্ঠ স্মার্টফোন প্রসেসর। তবে, উল্লেখিত ফোনটি আগামী বছরের কোনও এক সময়ে লঞ্চ হবে বলে জানা গেছে, তাই নিও ফোনে আসন্ন স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকার সম্ভাবনাটিকেও উড়িয়ে দেওয়া যায় না। এছাড়াও, রিপোর্টে যোগ করা হয়েছে যে, ডিভাইসটি একটি কিউএইচডি+ কার্ভড ডিসপ্লের সাথে আসবে যার মধ্যে একটি আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট রিডার এম্বেড করা থাকবে এবং এর ওপরে একটি পাঞ্চ হোল সেলফি ক্যামেরা অবস্থান করবে।

উল্লেখ্য আকর্ষনীয় বিষয়টি হল, Nio ইতিমধ্যেই তার ইলেকট্রনিক ভেহিকেলের ইনফোটেইনমেন্ট সিস্টেমের জন্য কোয়ালকম চিপসেট ব্যবহার করেছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্ন্যাপড্রাগন ৮১৫৫-এর মতো চিপ। ব্র্যান্ডটি ইভি-এর ইন্টারফেসের জন্য নিজস্ব কাস্টম অপারেটিং সিস্টেমও তৈরি করেছে, তাই আশা করা যায়, স্মার্টফোনটিতেও একটি কাস্টম স্কিন থাকবে। সবশেষে রিপোর্টটি থেকে জানা গেছে যে, Nio হ্যান্ডসেটে একটি ব্যাটারি ব্যবহার করা হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে এবং এর ক্ষমতা প্রায় ৪,৫০০ এমএএইচ থেকে ৪,৮০০ এমএএইচ-এর মধ্যে থাকতে পারে।