Nissan ভারতে ৫০ হাজারতম Magnite তৈরি করল, ১৫টি দেশে রপ্তানি হয় মেড-ইন-ইন্ডিয়া এই গাড়ি

২০২০-এর ডিসেম্বরে ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল নিসান (Nissan)-এর সাব কম্প্যাক্ট এসইউভি, Magnite (ম্যাগনাইট)। ইতিমধ্যেই গাড়িটি ব্লকবাস্টার হিটের তকমা পেয়েছে। দেশ ও বিদেশে থেকে ম্যাগনাইটের বুকিং হয়েছে ১ লাখেরও বেশি। এবার ভারতে নিসানের কারখানা থেকে ৫০ হাজারতম ম্যাগনাইট তৈরির খবর সামনে এল।

সম্প্রতি সেই পঞ্চাশ হাজারতম গাড়িটি তামিলনাড়ুর চেন্নাইয়ের কারখানা থেকে বার হয়েছে। নিসান তার একটি ছবিও প্রকাশ করেছে। এই মাইলস্টোন প্রসঙ্গে নিসান মোটর ইন্ডিয়ার প্রেসিডেন্ট জানান, “নিসানের গ্লোবাল ট্রান্সফরমেশন স্ট্রাটেজির অংশ হল ম্যাগনাইট। ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশে আমাদের অবস্থান শক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে এটি।”

প্রসঙ্গত, বর্তমানে নিসান ম্যাগানাইট ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ব্রুনাই, উগান্ডা, কেনিয়া, সিসেলিস, মোজাম্বিক, জাম্বিয়া, তানজানিয়া, মালাউই, এবং মরিশাসের বাজারে উপলব্ধ। ভারতে তৈরি ম্যাগনাইট এই ১৫টি দেশে রপ্তানি করে নিসান।

এ দেশে মডেল অনুযায়ী নিসান ম্যাগনাইট-এর মূল্য ৫.৭৬ লক্ষ থেকে সর্বোচ্চ ১০.১৫ লক্ষ (দিল্লির এক্স-শোরুমের দাম)। এটি ৭১ এইচপি ১.০ লিটার ন্যাচারাল পেট্রল ইঞ্জিন এবং ৯৮ এইচপি ক্ষমতার ১.০ লিটার টার্বোচার্জড পেট্রল ইঞ্জিন অপশনে কেনা যায়। ভারতে গাড়িটির সঙ্গে টাটা নেক্সন, রেনো কিগার, কিয়া সনেট-এর প্রতিযোগিতা চলে।