মেমরি কার্ডকে বলুন গুড বাই, মোবাইলে 512 জিবি স্টোরেজ দিচ্ছে Tecno

টেকনো সম্প্রতি ভারতে তাদের সর্বপ্রথম ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে Tecno Phantom V Fold 5G লঞ্চ করেছে। এটি সংস্থার উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত প্লান্টে তৈরি করা হবে, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২.৪ কোটি ইউনিট। Phantom V Fold 5G-তে বড় ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে, MediaTek Dimensity 9000 Plus প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। ভারতের বাজারে একটাই মেমরি অপশনে উপলব্ধ হলেও, Phantom V Fold 5G আরেকটি নতুন ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বলে ঘোষণা করেছে টেকনো।

বাজারে আসছে Tecno Phantom V Fold 5G-এর নতুন স্টোরেজ ভার্সন

টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ভারতে শুধুমাত্র ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছিল। তবে ব্র্যান্ডটি এখন প্রকাশ করেছে যে, তারা আগামী মাসের শেষে উচ্চতর ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে আনবে। দাম অবশ্য পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

স্পেসিফিকেশনের ক্ষেত্রে, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড-এ ফুলএইচডি+ রেজোলিউশন সহ ৬.৪২ ইঞ্চির কভার ডিসপ্লে এবং ২,০০০ x ২,২৯৬ পিক্সেল রেজোলিউশন সহ ৭.৮৫ ইঞ্চির প্রাইমারি ফোল্ডেবল স্ক্রিন রয়েছে। উভয় ডিসপ্লেতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি পাঞ্চ-হোল কাটআউট সহ অ্যামোলেড এলটিপিও প্যানেল রয়েছে।

নিরাপত্তার জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও মিলবে। ফ্যান্টম ভি ফোল্ড মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ প্লাস প্রসেসর দ্বারা চালিত। এটি ১২ জিবি এলপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি/৫১২ জিবি স্টোরেজ বিকল্প অফার করবে। ফটোগ্রাফির জন্য, Tecno Phantom V Fold-এ বৃত্তাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার মধ্যে ৫০ মেগাপিক্সেলের সেন্সর, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট এবং একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স বর্তমান।

আর সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, কভার ডিসপ্লেতে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা এবং অভ্যন্তরীণ ডিসপ্লেতে একটি ১৬ মেগাপিক্সেলের সেন্সর দেখা যায়। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Phantom V Fold 5G-তে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।