Nissan ভারতে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে পারে, এদেশের EV মার্কেট বিপুল সম্ভাবনাময় বলে উল্লেখ সংস্থার

‘এক বছরের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে জোয়ার আসতে চলেছে’, এমনটাই মনে করেন জাপানি গাড়ি প্রস্তুতকারী সংস্থা Nissan এর ভারতীয় শাখার প্রধান পরিচালন কর্মকর্তা (চিফ অপারেটিং অফিসার) অশ্বনী গুপ্তা (Ashwani Gupta)। শুধু তিনিই নন, এহেন মন্তব্য প্রকাশ করেছেন আরো একাধিক নামিদামি সংস্থার আধিকারিকরা। ভারতের গাড়ির বাজারকে বেশ গুরুত্বের চোখেই দেখছেন শিল্পপতিরা। ইলেকট্রিক যানবাহনই ভবিষ্যৎ, একথা মেনে নিয়ে কমবেশি বিদ্যুৎ চালিত গাড়ির মডেল দেশীয় বাজারে হাজির করেছে সংস্থাগুলি। তবে এখনো যারা ইলেকট্রিক গাড়ি নিয়ে আসতে পারেনি, তারা ইতিমধ্যেই সেই কাজে হাত লাগিয়েছে।

সূত্রের খবর, এবার ভারতে ইলেকট্রিক মডেলের গাড়ি নিয়ে আসার বিষয়টি খুব শীঘ্রই খোলসা করতে চলেছে নিশান (Nissan)। এখন সংস্থাটি ইলেকট্রিক ভেহিকেলের উপর এদেশে পরীক্ষা-নিরীক্ষার কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই তারা এই বিষয়টি ঘোষণা করে জানাতে পারে বলে মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে অশ্বনী গুপ্তা বলেছেন, কোম্পানিটি ভারতের বাজারে প্রবল সম্ভাবনার ইশারা দেখতে পেয়েছে। আমি বলতে পারি, আগামী এক বছরের মধ্যে ভারতের বৈদ্যুতিক গাড়ির বাজারে তিনগুণ চাহিদা বাড়তে চলেছে, যা একে বৃহত্তম বাজারে পরিণত করবে।” প্রসঙ্গত, Renault, Nissan, ও Mitsubishi যৌথভাবে ২০৩০-এর মধ্যে ৩৫টি ইলেকট্রিক গাড়ি নিয়ে আসার কথা ঘোষণা করেছে।

গুপ্তা-র কথায়, ভারতের ইলেকট্রিক ভেহিকেল ক্ষেত্রটি তিনটি প্রধান বিষয়ের উপর নির্ভরশীল, “প্রথমত, পণ্যের বিষয়ে উত্তেজনা। আমাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, ভারতীয় গ্রাহকদের অনুপ্রেরণা, আমাদের এই সাফল্য অর্জনে সহায়তা করবে। দ্বিতীয়ত, এখন কেবলমাত্র একটি প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে তা হল ব্যাটারির স্থানীয়করণ (লোকাল ম্যানুফ্যাকচারিং) কীভাবে করা সম্ভব৷ তৃতীয়ত, ইকোসিস্টেম, যার মধ্যে রয়েছে পরিকাঠামো এবং এর উপরে আমরা অধ্যয়ন করতে চলেছি।”