Nisaan Rogue Recall: আগুন ধরে যাওয়ার আশঙ্কায় বাজার থেকে প্রায় আট লক্ষ গাড়ি ফিরিয়ে নিচ্ছে নিসান

সারাই করার জন্য বাজার থেকে ৭ লক্ষ ৯৩ হাজারের উপরে ছোট এসইউভি গাড়ি গাড়ি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে নিসান (Nissan)। গাড়িগুলি সংস্থার রগ (Rougue) মডেলের। এতে জল প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছে নিসান। সে জন্য মেরামত করার লক্ষ্যে আমেরিকা ও কানাডার বাজার থেকে গাড়ি ফেরাতে চলেছে তারা।

২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তৈরি হওয়া নিসান রগ-এর মডেলে ত্রুটি রয়েছে। এর ফলে জল ড্রাইভারের ফুট ওয়েলে একটি তারের সংযোগকারীতে প্রবেশ করে আগুন ধরে যেতে পারে। ইউএস ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন তাদের নথিতেও একই কথা জানিয়েছে।

মরিচাজনিত ক্ষয়ের কারণে গাড়ির পাওয়ার উইন্ডো বা পাওয়ার সিট অক্ষম হয়ে যেতে পারে। আবার ব্যাটারির শক্তিক্ষয়ের মতো ঘটনা ঘটতে পারে। প্রশাসনিক নথিতে বলা হয়েছে, এখন পর্যন্ত নিসান সাতটি অগ্নিকান্ড ঘটার ব্যাপারে জানিয়েছে।

এই প্রসঙ্গে প্রস্তুতকারী সংস্থার বলছে, সংশ্লিষ্ট মডেলের গাড়ি ব্যবহারকারীরা পুড়ে যাওয়ার গন্ধ পেলে বা ধোঁয়া প্রত্যক্ষ করলে যেন তৎক্ষনাৎ বাইরে পার্ক করে। তারপর নিসান রোডসাইড অ্যাসিস্ট্যান্সে ফোন করে তাদেরকে গাড়ি নিকটবর্তী ডিলারশিপে নিয়ে যেতে হবে।

নিসানের দাবি, তারা সমস্যাটি সমাধানের লক্ষ্যে কাজ করছে এবং মার্চ-মে মাসের মধ্যে বিষয়টির সুরাহা করে ফেলবে। রগ মালিকেরা মার্চে একটি অর্ন্তবর্তীকালীন বিজ্ঞপ্তি চিঠি পাবেন এবং তাদেরকে সার্ভিসিং করানোর জন্য কখন গাড়ি নিয়ে আসতে হবে, সে বিষয়ে পরে জানানো হবে।