NIU YQi: এই হাইব্রিড স্কুটারের শক্তি 250 সিসি বাইকের সমতুল্য, বিদ্যুতের পাশাপাশি চলে গ্যাসে

ইতালির মিলানে অনুষ্ঠিত EICMA মোটরসাইকেল শো-র ৭৮তম এডিশন সদ্য শেষ হয়েছে। ইলেকট্রিক স্কুটার তৈরিতে প্রথমসারির সংস্থা NIU সেই প্রদর্শনী অনুষ্ঠানে বেশ কয়েকটি মডেল সামনে এনেছে। তার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত YQi কনসেপ্ট মডেলটি। এটি এমনই এক বিশেষ স্কুটার, যা চলে গ্যাস ইঞ্জিন এবং বিদ্যুতিক শক্তিতে।

NIU YQi আদতে একটি হাইব্রিড স্কুটার, যা শুধুমাত্র একটি জ্বালানির উপর নির্ভর থাকে না। এতে যেমন গ্যাস ইঞ্জিন রয়েছে, তেমনই দেওয়া হয়েছে ইলেকট্রিক পাওয়ারট্রেন। ইঞ্জিনটি ১৫০ সিসির লিকুইড কুল্ড এবং ইলেকট্রিক মোটরের ক্ষমতা ২.৪ কিলোওয়াট।

ইঞ্জিন ও ইলেকট্রিক মোটরের আউটপুট একত্রিত করলে দাঁড়ায় ১৪.৫ কিলোওয়াট বা প্রায় ১৯.৫ বিএইচপি। অর্থাৎ ২৫০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটির মোটরসাইকেল সমান অ্যাক্সেলারেশন ও গতি মিলবে NIU YQi হাইব্রিড স্কুটারে।

উল্লেখ্য, YQi মডেলের পাশাপাশি MQi GT EVo, RQi Sport, NQi GTS, এবং BQi KQi পিওর ইলেকট্রিক স্কুটারের ঘোষণা করেছে NIU। তার মধ্যে MQi GT EVo সংস্থার সবচেয়ে দ্রুততম ই-স্কুটার। এটি একটানা ৮৫ কিলোমিটার সফর করতে পারে। সর্বোচ্চ গতিসীমা ঘন্টার ১০০ কিলোমিটার৷ এছাড়া প্রতিটি মডেলই ভাল রেঞ্জ, এফিশিয়েন্সি, এবং কমফোর্ট অফার করবে।