Ola eScooter: ওলার টেস্ট রাইডে অংশ নিলেন 20 হাজার মানুষ, ডেলিভারি ডেট এগনোর ইঙ্গিত

Ola S1 ও S1 Pro-এর ২০,০০০ টেস্ট রাইড পূর্ণ হল। এবার সংস্থার লক্ষ্য এক এক দিনে ১০,০০০ টেস্ট রাইড পূর্ণ করা। এছাড়াও দেশের ১,০০০ টি শহরে চালানো হবে এই টেস্ট রাইড বলে সংস্থা সূত্রের খবর। পাশাপাশি সংস্থাটি জানিয়েছে নভেম্বরের প্রথমের দিকে শুরু হওয়া এটিই ভারতের এখনো পর্যন্ত বৃহত্তম বৈদ্যুতিক স্কুটারের টেস্ট ড্রাইভ প্রোগ্রাম। আবার ইলেকট্রিক স্কুটার ডেলিভারির দিনক্ষণ এগিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে Ola Electric।

এই প্রসঙ্গে ওলা-র সিইও ভাবিশ আগারওয়াল টুইটারে লিখেছেন, “আমরা ২০,০০০-এর টেস্ট রাইড শেষ করেছি। টিমের তরফে এটি চমৎকার একটি কাজ। ভারতে এখনো পর্যন্ত এটি বৃহত্তম টেস্ট ড্রাইভ প্রোগ্রাম, সম্ভবত সমগ্র বিশ্বেও।”

তবে ইতিমধ্যেই যাঁরা ওলা ইলেকট্রিক স্কুটারের পেমেন্ট করে ফেলেছেন, তাঁরা অনেকেই ডেলিভারি দিতে দেরি হওয়ার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন ভাবিশের টুইটের নিচে (কমেন্ট বক্সে)। কোনো এক নেটাগরিক তাঁকে জিজ্ঞেস করেছেন, “১১ নভেম্বরে আমরা সম্পূর্ণ পেমেন্ট করেছি। এরপর ৩০ নভেম্বরের আগেই ডেলিভারি দেওয়া হবে বলে জানানো হয়েছিল। এই মাসে (ডিসেম্বরে) তা ডেলিভারি করার কি কোনো সম্ভাবনা রয়েছে? যদিও এর আগে এই নির্ঘণ্ট পেছানো হয়েছিল।”

২৫ অক্টোবর থেকে ২৫ নভেম্বরের মধ্যে প্রথম লটের ডেলিভারি দেওয়া হয়ে যাবে বলে প্রাথমিক পর্যায়ে অনুমান করা হয়েছিল। কিন্তু বর্তমানে এটি ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর পর্যন্ত চলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিছুদিন আগেই সংস্থার তরফে গ্রাহকদের একটি মেইল পাঠানো হয়েছিল, যেখানে ডেলিভারির দিনক্ষণ আরও পেছানো হতে পারে বলে উল্লেখ ছিল এবং দেরি হওয়ার জন্য ‘অনিবার্য’ কারণকে দায়ী করা হয়েছিল।

প্রসঙ্গত, Ola S1 ও Ola S1 Pro-এই দুটি ভ্যারিয়েন্ট উপলব্ধ ইলেকট্রিক স্কুটারটি। এদের দাম যথাক্রমে ১ লাখ টাকা ও ১.৩০ লাখ টাকা (এক্স-শোরুম)। তবে রাজ্যগুলি ভর্তুকি দিলে মূল্যে পরিবর্তন হতে পারে। অন্যদিকে Ola S1 ও S1 Pro-এর রেঞ্জ হতে পারে যথাক্রমে ১২১ কিমি ও ১৮০ কিমি। এছাড়াও নর্মাল, স্পোর্ট এবং হাইপার – এই তিনটি রাইডিং মোড রয়েছে ই-স্কুটারটিতে।