চীনা কোম্পানিদের পিছনে ফেলে সেরা Smartwatch ব্র্যান্ড এখন Noise

স্মার্টফোনের বাজারে চিনা সংস্থাগুলির দাপট স্পষ্ট। ভারতের বাজারের প্রায় ৮০ শতাংশ চীনা কোম্পানিগুলির দখলে। কিন্তু ওয়্যারেবলের বাজারে ভারতীয় সংস্থাগুলি চিনা সংস্থাগুলিকে ছাপিয়ে গিয়েছে। নতুন রিপোর্ট অনুসারে, গুরুগ্রাম-ভিত্তিক নয়েজ (Noise) এবং ফায়ার-বোল্টট (Fire-Boltt) ভারতের এক নম্বর স্মার্টওয়াচ ব্র্যান্ডে পরিণত হয়েছে। এই দুই ব্র্যান্ড অ্যামাজফিটকে (Amazfit) পিছনে ফেলে এক নম্বর স্থান দখল করেছে। ২০২১ সালে, নয়েজ এবং ফায়ার-বোল্ট্টের মোট স্মার্টওয়াচের চালান প্রায় ৯.৬ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে।

ভারতীয় স্মার্টওয়াচ মার্কেট শেয়ারের কথা বলতে গেলে, এই তালিকায় ২৭% মার্কেট শেয়ার নিয়ে শীর্ষে রয়েছে Noise ব্র্যান্ড। ২০২১ সালে সংস্থার বার্ষিক বৃদ্ধি প্রায় ৪১০.২% হয়েছে। Noise ব্র্যান্ডের Noise Colorfit Pro 2, Colorfit Pro 3, Noise Pulse সবচেয়ে জনপ্রিয় স্মার্টওয়াচগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।

ইন্টারন্যাশনাল ডেটা কর্পোরেশনের (IDC) রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ভারতীয় স্মার্টওয়াচের বাজারে বৃদ্ধির হার ৩৬৪.১ শতাংশ। এই সময়ে ১২.২ মিলিয়ন ইউনিট প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে, যা ২০২০ সালে ছিল ২. ৬৩ মিলিয়ন ইউনিট। ২০২১ সালের চতুর্থ ত্রৈমাসিকে, স্মার্টওয়াচ সংস্থাগুলি ৪.৯ মিলিয়ন স্মার্টওয়াচ শিপ করেছে।

রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে যেখানে একটি স্মার্টওয়াচের গড় দাম ছিল প্রায় ৯,২০০ টাকা, সেখানে ২০২১ সালে তা কমে হয়েছে ৪,৬০০ টাকা। ফলে উল্লেখিত সময়ে দেশীয় স্মার্টওয়াচ সংস্থাগুলি যে সুলভ মূল্যে প্রোডাক্ট লঞ্চ করেছিল তা স্পষ্ট। যার জেরে ভারতে স্মার্টওয়াচের বিক্রি বেড়েছে।