দুদিনের ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল Nokia 2 V Tella, দাম শুরু ৬৫০০ টাকা থেকে

জনপ্রিয় স্মার্টফোন কোম্পানি Nokia আমেরিকার ক্যারিয়ার Verizon সাথে হাত মিলিয়ে লঞ্চ করলো Nokia 2 V Tella। নতুন এই ফোনটি এইচডি প্লাস ডিসপ্লে, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন, মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর ও ৩,০০০ এমএএইচ ব্যাটারিরি সাথে এসেছে। জানিয়ে রাখি নোকিয়া গতবছর প্রথমবার Verizon এর জন্য Nokia 2.1 এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে Nokia 2V লঞ্চ করেছিল। যে ফোনটি অ্যান্ড্রয়েড গো এডিশনে চলতো। এই ফোনেরই আপগ্রেড ভার্সন হিসাবে Nokia 2 V Tella লঞ্চ করা হয়েছে।

Nokia 2 V Tella এর দাম ও লভ্যতা

নোকিয়া ২ ভি টেল্লা এর রিটেল প্রাইস রাখা হয়েছে ১৬৮ ডলার, যা প্রায় ১২,৩৫০ টাকা। যদিও প্রিপেড কাস্টমাররা ফোনটি কেবল ৮৯ ডলারে (প্রায় ৬,৫৪০ টাকা) পাবে। এই দাম ফোনটির ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজের। ফোনটি ব্লু কালারে অনলাইনে Walmart.com এবং অফলাইনে Walmart stores থেকে কেনা যাবে।

Nokia 2 V Tella এর স্পেসিফিকেশন

একটি সিমের নোকিয়া ২ ভি টেল্লা ফোনে আছে ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লের ডিজাইন আগের স্মার্টফোনের মত, উপরে ও নিচে বেজেল আছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে ২.০ গিগাহার্টজ ক্লক স্পিড যুক্ত মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। গ্রাফিক্সের জন্য আছে PowerVR GE8320 জিপিইউ। আবার পাবেন ২ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১২৮ জিবি বাড়ানো যাবে।

ক্যামেরার কথা বললে Nokia 2 V Tella ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রাইমারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। আরেকটি ক্যামেরা হল ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। এই ক্যামেরায় বোকেহ এফেক্ট উপলব্ধ। এছাড়াও এতে আছে পোর্ট্রেট মোড। আবার সামনে এলইডি ফ্ল্যাশ সহ আছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এতে ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন আছে। ফোনটিতে ৫ ওয়াট এডাপ্টার সহ ৩,০০০ এমএএইচ ব্যাটারি উপলব্ধ। এই ব্যাটারি দুই দিনের ব্যাকআপ দেবে। চার্জিংয়ের জন্য পাবেন ইউএসবি সি কেবল। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ সিস্টেমে চলে।