Nokia Smart TV: 15 হাজারের কমে স্মার্ট টিভি নিয়ে এল নোকিয়া, 4K স্ক্রিনের সাথে ডলবি অডিও

নোকিয়া (Nokia) আজ (৩ মে) ভারতে কয়েকটি নতুন অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি লঞ্চ করেছে। সেই নতুন মডেলগুলি Nokia Smart TV 2022 রেঞ্জের অধীনে এসেছে। এগুলির মধ্যে ৩২ ইঞ্চি এইচডি মডেল থেকে ৫৫ ইঞ্চির ৪কে স্মার্ট টিভি পর্যন্ত মোট ৫টি মডেল অন্তর্ভুক্ত রয়েছে৷ তাহলে চলুন এই নোকিয়া স্মার্টটিভিগুলির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

নতুন Nokia Smart TV 2022-এর দাম

ভারতের বাজারে ৩২ ইঞ্চি নোকিয়া স্মার্ট টিভি ২০২২-এর দাম রাখা হয়েছে ১৪,৪৯৯ টাকা, যেখানে ৪০ ইঞ্চি মডেলের দাম ২১,৯৯০ টাকা৷ অন্যদিকে, ৪৩ ইঞ্চির ৪কে মডেলটি পাওয়া যাবে ২৭,৯৯৯ টাকায়, ৫০ ইঞ্চির মডেলের দাম ৩৩,৯৯০ টাকা এবং ৫৫ ইঞ্চির ভ্যাররিয়েন্টটি ৩৮,৯৯৯ টাকায় উপলব্ধ৷ ই-কমার্স সাইট ফ্লিপকার্ট (Flipkart)-এ নোকিয়ার নয়া টিভিগুলি কেনা যাবে।

নতুন Nokia Smart TV 2022-এর স্পেসিফিকেশন

প্রথমে হাই-এন্ড মডেলগুলি দিয়ে শুরু করা যাক। নোকিয়া টিভি লাইনআপটি তিনটি ভিন্ন স্ক্রিন আকারের সাথে ৪কে (4K) রেজোলিউশন অফার করে। এই তিনটি মডেলের স্ক্রিনের আকার হল ৪৩ ইঞ্চি, ৫০ ইঞ্চি এবং ৫৫ ইঞ্চি। এই এই তিনটি স্মার্ট টিভি ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ৩,৮৪০ x ২১৬০ রেজোলিউশন এবং এমইএমসি (MEMC) প্রযুক্তি সাপোর্ট করে। এছাড়া, নতুন টিভিগুলি এইচডিআর১০ এবং ডলবি ভিশনও অফার করে। স্মার্ট টিভি তিনটি একই কোয়াড কোর প্রসেসর দ্বারা চালিত, যা ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে এসেছে।

অন্য দিকে, স্ট্যান্ডার্ড মডেলের ৩২ ইঞ্চি ভ্যারিয়েন্টটি ১,৩৬৬ x ৭৬৮ পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে। আর ৪০ ইঞ্চি মডেলটি ফুল-এইচডি রেজোলিউশন অফার করে। ডিসপ্লেটি লোকাল কনট্রাস্ট সাপোর্ট সহ ২৭০ নিট পর্যন্ত ব্রাইটনেস অফার করে। এই টিভিগুলিও একটি কোয়াড কোর সিপিইউ দ্বারা চালিত, যার সাথে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি স্টোরেজ মিলবে। এই সবকটি টিভিতে রয়েছে অ্যান্ড্রয়েড টিভি ১১ অপারেটিং সিস্টেম, ডলবি অডিও সহ ২৪ ওয়াট স্পিকার এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। এই টিভিগুলির রিমোটটি জনপ্রিয় স্ট্রিমিং পরিষেবাগুলির জন্য হটকি অফার করে৷