Nokia 2660 Flip: একচার্জে ২৬ দিন স্ট্যান্ডবাই টাইম, নোকিয়ার নয়া ফিচার ফোনে রয়েছে ক্যামেরাও

গত মাসে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছিল Nokia 2660 Flip। এবার ফোনটি চীনের বাজারে আত্মপ্রকাশ করল। নয়া এই ডিভাইসে রয়েছে ২.৮ ইঞ্চি ও ১.৭৭ ইঞ্চি ডিসপ্লে। আবার ফোনটি ২০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ এসেছে। Nokia 2660 Flip ফোনে পাওয়া যাবে ৪৮ এমবি র‌্যাম ও ১২৮ এমবি স্টোরেজ। আবার ক্ল্যামশেল ডিজাইনের এই ফোনের দাম রাখা হয়েছে প্রায় প্রায় ৬ হাজার টাকা।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ দাম (Nokia 2660 Flip Price)

নোকিয়া ২৬৬০ ফ্লিপ এর দাম রাখা হয়েছে ৪৯৯ ইউয়ান, যা প্রায় ৫,৯০০ টাকার সমান। অফারে ফোনটি হাজার টাকা ডিসকাউন্টে পাওয়া যাবে। ভারত সহ অন্যান্য মার্কেটে ফ্লিপ ফোনটি কবে আসবে তা এখনও জানা যায়নি।

নোকিয়া ২৬৬০ ফ্লিপ স্পেসিফিকেশন, ফিচার (Nokia 2660 Flip Specifications, Features)

নোকিয়া ২৬৬০ ফ্লিপ আইকনিক ক্ল্যামশেলের মতো ডিজাইন ও ডুয়েল সিম সাপোর্ট সহ এসেছে। ডিভাইসটিতে রয়েছে ডুয়েল ডিসপ্লে। যেখানে ভিতরে পাওয়া যাবে ২.৮ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে, এর রেজোলিউশন ২৪০ x ৩২০ পিক্সেল। আর বাইরে দেওয়া হয়েছে ১২০ x ১৬০ পিক্সেল রেজোলিউশনের ১.৭৭ ইঞ্চি কিউকিউভিজিএ ডিসপ্লে।

পারফরম্যান্সের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি১০৭ প্রসেসর। সাথে আছে ৪৮ এমবি র‌্যাম ও ১২৮ এমবি ইনবিল্ট স্টোরেজ, যা‌ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার নোকিয়া ২৬৬০ ফ্লিপ ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ০.৩ মেগাপিক্সেল ভিজিএ ক্যামেরা দেওয়া হয়েছে। ডিভাইসটি অ্যাক্সেসিবিলিটি মোড সহ এসেছে।

কানেক্টিভিটির জন্য এতে উপস্থিত ডুয়েল সিম, ব্লুটুথ ৪.২, ৩.৫মিমি হেডফোন জ্যাক, মাইক্রো ইউএসবি ও এমপি৩ প্লেয়ার। Nokia 2660 Flip ডিভাইসটিতে ১৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ২০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ ও ২৬.৬ দিন স্ট্যান্ডবাই টাইম অফার করবে।