iQOO Neo 10 সিরিজের ফিচার্স প্রকাশ হল, 120W চার্জিং, 144hz ডিসপ্লে, কী নেই বলুন!

iQOO) আগামী এপ্রিল মাসে তাদের হোম মার্কেটে Z সিরিজের এক নতুনস্মার্টফোন লঞ্চ করবে বলে জানা গেছে। এটি সম্প্রতি লঞ্চ হওয়া শক্তিশালী Qualcomm Snapdragon 8s Gen 3 চিপসেট সহ আসবে, যা মূলত ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3-এর ডাউনগ্রেড ভার্সন। আবার এখন শোনা যাচ্ছে, সংস্থা Snapdragon 8 Gen 3 চিপসেট দিয়ে একটি মিড-রেঞ্জ ফোন আনার পরিকল্পনা করছে, যা iQOO Neo 10 সিরিজের অন্তর্গত হবে।

iQOO Neo 10 সিরিজের নতুন মডেলে থাকবে Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট

টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, আইকোর নতুন স্মার্টফোন, যেটি আইকো নিও 10 বা নিও 10 প্রো হিসাবে বাজারে আসবে অনুমান করা হচ্ছে, সেটি ফ্ল্যাগশিপ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটে চলবে। যদিও, এই ফোনটি কোয়ালকমের লেটেস্ট ফ্ল্যাগশিপ চিপসেট যুক্ত প্রথম মিড-রেঞ্জার নয়, যেহেতু এই প্রাইস সেগমেন্টে রেডমি কে70 প্রো ইতিমধ্যেই প্রসেসরটি অফার করে। তবে, আইকোর ফোনটি কে70 প্রো-কে টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে। টিপস্টার দাবি করেছেন যে, এটি 144 হার্টজ রিফ্রেশ রেট এবং 1.5কে রেজোলিউশন যুক্ত ডিসপ্লে সহ আসবে, যা ফ্লিকার রিডাকশন প্রযুক্তি সহ 8T এলটিপিও (LTPO) প্যানেল ব্যবহার করবে।

এর পাশাপাশি, আইকো নিও 10 সিরিজের নতুন ফোনটিতে 120 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি এবং 50 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকবে বলে জানা গেছে। ডিসিএস আরও দাবি করেছেন যে, ডিভাইসটিতে মেটাল মিড-ফ্রেম থাকবে এবং পিছনে গ্লাস বা ভেগান লেদারের ফিনিশ দেখা যাবে।

জানিয়ে রাখি, গত বছর নভেম্বরে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর সমন্বিত Redmi K70 Pro ফোনটি 3,299 ইউয়ান (প্রায় 38,610 টাকা) মূল্যে চীনা বাজারে আত্মপ্রকাশ করেছিল। সেখানে, iQOO Neo 9-এ Snapdragon 8 Gen 2 প্রসেসর রয়েছে, যার দাম 2,299 ইউয়ান (প্রায় 26,910 টাকা)।