বাম্পার অফারের সাথে আজ ভারতে প্রথমবার কেনার সুযোগ Nokia 5310

HMD Global কিছুদিন আগে ভারতে তাদের ১৩ বছর আগে বাজারে আনা Nokia 5310 এর রিফ্রেশ ভার্সন লঞ্চ করেছিল। আজ ফোনটির প্রথম সেল অনুষ্ঠিত হবে। দুপুর ১২ টা থেকে এই ফোনটি আপনি কিনতে পারবেন। এই সেল Amazon ও Nokia.Com এ অনুষ্ঠিত হবে। কোম্পানি এই ফোনের উপর আকর্ষণীয় অফারের ঘোষণা করেছে।

আপনাকে জানিয়ে রাখি এই ফিচার ফোন ২০০৭ সালে Nokia 5310 Xpress Music নামে বাজারে এসেছিল। নতুন নোকিয়া ফিচার ফোনে এমপি ৩ ও এফএম এর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানি Nokia 5310 (2020) ফোনে দুটি স্পিকার ও দিয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন মাল্টি কালার ডিজাইন, মাইক্রোএসডি সিম কার্ড স্লট ও ডুয়েল সিম স্লট।

Nokia 5310 দাম ও অফার :

ভারতে নোকিয়া ৫৩১০ ফোনটির দাম রাখা হয়েছে ৩,৩৯৯ টাকা। ফোনটি সাদা+লাল এবং কালো+লাল রঙে পাওয়া যাবে। লঞ্চ অফার হিসাবে এই ফোনের উপর Amazon সিটি ব্যাংক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের ১০ শতাংশ ছাড় দেবে। আবার পুরানো ফোন বদলে ৩,৩৫০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্ট মিলবে। Amazon Pay থেকে পেমেন্ট করলে ৫০ টাকা ছাড় দেওয়া হবে।

Nokia 5310 স্পেসিফিকেশন :

ফিচারের কথা বললে নোকিয়া ৫৩১০ ফোনে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে পাবেন। এতে ডুয়েল টোন ফিনিশ রয়েছে। সাথে এই ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য আছে এমটি৬২৬০এ সিপিইউ, ৮ এমবি র‌্যাম এবং ১৬ এমবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার এই ফোনটি ৩০+ অপারেটিং সিস্টেমে কাজ করে।

কোম্পানি এই ফোনে VGA ক্যামেরা ব্যবহার করেছে। এছাড়াও কানেক্টিভিটির জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়েল সিম এবং ব্লুটুথ ৩.৯, ২জি এর মতো ফিচার দেওয়া হয়েছে। আবার এই ফোনে পাবেন ১,২০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে, এবার চার্জে এই ফোন ৩০ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *