১৩ বছর পর নতুন রূপে ভারতে ফিরছে নোকিয়া ৫৩১০, দাম ৩ হাজার টাকার কাছাকাছি

এইচএমডি গ্লোবাল আজ ভারতে নোকিয়ার ১৩ বছর আগের ফোন, নোকিয়া ৫৩১০ (Nokia 5310) কে লঞ্চ করতে চলেছে। এই ফোনটিকে গত মার্চে ইউরোপে লঞ্চ করা হয়েছিল। নতুন নোকিয়া ফিচার ফোনে এমপি ৩ ও এফএম এর সুবিধা দেওয়া হয়েছে। এছাড়াও কোম্পানি Nokia 5310 (2020) ফোনে দুটি স্পিকার ও দিয়েছে। প্রসঙ্গত ২০০৭ সালে কোম্পানি এক্সপ্রেস মিউজিক নোকিয়া ৫৩১০ কে লঞ্চ করেছিল। তখনও এই ফোনটি ভারতে ব্যাপক জনপ্রিয় ছিল।

Nokia 5310 দাম :

নোকিয়া ৫৩০০ (২০২০) ফোনটির দাম ৩৯ ইউরো, যা প্রায় ৩,১০০ টাকার সমান। এই ফোনটি সাদা+লাল এবং কালো+লাল রঙে পাওয়া যাবে। আশা করা যায় কোম্পানি এই দামেই বা এর কিছুটা কমে ভারতে নোকিয়া ৫৩০০ (২০২০) কে লঞ্চ করবে।

Nokia 5310 (2020) স্পেসিফিকেশন :

ফিচারের কথা বললে নোকিয়া ৫৩১০ (২০২০) ফোনে ২.৪ ইঞ্চি QVGA ডিসপ্লে পাবেন। সাথে এই ফোনে উন্নত পারফরম্যান্সের জন্য আছে এমটি৬২৬০এ সিপিইউ, ৮ এমবি র‌্যাম এবং ১৬ এমবি স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। আবার এই ফোনটি ৩০+ অপারেটিং সিস্টেমে কাজ করে।

Nokia 5310 (2020) ব্যাটারি ও কনেক্টিভিটি :

কোম্পানি এই ফোনে VGA ক্যামেরা ব্যবহার করেছে। এছাড়াও কানেক্টিভিটির জন্য মাইক্রো ইউএসবি পোর্ট, ডুয়েল সিম এবং ব্লুটুথ ৩.৯ এর মতো ফিচার দেওয়া হয়েছে। আবার অন্যদিকে এই ফোনে পাবেন ১,২০০ এমএএইচ ব্যাটারি। কোম্পানি দাবি করেছে যে, এবার চার্জে এই ফোন ২২ দিনের স্ট্যান্ডবাই টাইম দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *