4G সাপোর্ট সহ বাজারে ফিরছে Nokia 6300 এবং Nokia 8000

প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে নিজের ফিচার ফোনগুলির মাধ্যমে বিশ্ব বাজারে রাজত্ব করেছে নোকিয়া। তবে পরবর্তীতে অ্যান্ড্রয়েড ও আইওএস বাজারে চলে আসায় নোকিয়ার এই জনপ্রিয়তা ধীরে ধীরে ফিকে হয়। যদিও অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাথে আবার নতুন ভাবে ফিরে এসেছে ফিনিশ স্মার্টফোন নির্মাতাটি, তবে এখনও আগের মতই ফিচার ফোনের ওপর কাজ করছে তারা। সম্প্রতি জানা গেছে সংস্থাটি তাদের Nokia 6300 এবং Nokia 8000 সিরিজের ফোনগুলিতে 4G সাপোর্ট এবং কিছু নতুন ফিচার যুক্ত করে আগামী দিনে বাজারে আনতে পারে।

প্রসঙ্গত Nokia 6300 ফোনটি প্রথমে ২০০৭ সালে লঞ্চ হয়। অন্যদিকে Nokia 8000 কোনো নির্দিষ্ট মডেল নয়, অতীতে এই সিরিজের অধীনে বেশ কয়েকটি ফোন বাজারে এনেছিল সংস্থাটি। ওই ফোনগুলিতে স্লাইডার ফর্ম ফ্যাক্টর এবং ধাতব কেসিংয়ের মত কিছু মজাদার ফিচার ছিল।

নোকিয়া ৬৩০০ ফোনটির স্পেসিফিকেশনের কথা বললে, এতে ২ ইঞ্চির ডিসপ্লে এবং ২ মেগাপিক্সেলের একটি ক্যামেরা ছিল। এই ফোনটিতে S40 OS অর্থাৎ সিরিজ ৪০ অপারেটিং সিস্টেম ছিল, যা ওই সময়ে বেশ চর্চার একটি বিষয় ছিল। আবার নোকিয়া ৮০০০ সিরিজের ডিভাইসগুলি সেরা কম্পোনেন্ট দিয়ে তৈরি করা হয়েছিল। ফলে, তৎকালীন সময়ে এই ফোনগুলির শীর্ষস্থানীয় বিল্ড কোয়ালিটি ছিল।

এদিকে Nokia ফোন নির্মাতা HMD Global এখনো পর্যন্ত এই ফোনগুলির পুনরুজ্জীবন সম্পর্কে কোনো ঘোষণা করেনি। তবে নোকিয়া সম্পর্কিত তথ্য সরবরাহকারী পোর্টাল Nokiamob.net এর প্রতিবেদনে বলা হয়েছে, Nokia 6300 এবং Nokia 8000 ফোনটি KaiOS অপারেটিং সিস্টেম এবং 4G কানেক্টিভিটির সাথে আবার বাজারে কামব্যাক করতে পারে। এই মডেলগুলি নতুন এবং রিফ্রেশড ডিজাইনসহ বাজারে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

মজার ব্যাপার, এই ফোনগুলিতে ওয়াইফাই কলিং টেকনোলজি থাকতে পারে। আসলে Telia নামের একটি ক্যারিয়ার, ওয়াইফাই কলিং সাপোর্ট করে এমন কিছু ডিভাইসের তালিকা প্রকাশ করেছে, যেখানে Samsung-এর Galaxy সিরিজ এবং Huawei-এর কিছু অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি নোকিয়ার এই ফিচার ফোনদুটিও তালিকাভুক্ত হয়েছে।

এর আগে Nokia 3310, Nokia 8110 4G, Nokia 5310 এবং Nokia 2720 Flip-এর মত পুরনো ফোনগুলিকে নতুন রূপে পুনরায় বাজারে এনেছে নোকিয়া। তাই আগামী দিনে যদি সত্যিই Nokia 6300 মডেল বা Nokia 8000 সিরিজের ফোনগুলি নতুন করে লঞ্চ হয়, তাতে অবাক হওয়ার কোনো কারণ নেই!