বাজারে আসার আগেই Nokia 1.4 এর সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম ফাঁস

গত সপ্তাহেই আমরা প্রথম জানিয়েছিলাম যে HMD Global একটি এন্ট্রি লেভেল স্মার্টফোনের ওপর কাজ শুরু করেছে, যার নাম হবে Nokia 1, অথবা Nokia 1.4। এই ফোনটিকে আমেরিকার সার্টিফিকেশন সাইট FCC তে Nokia TA-1323 মডেল নম্বরে সাথে দেখা গিয়েছিল। আজ টিপ্সটার সুধাংশু, মাইস্মার্টপ্রাইজ কে এই ফোনের নাম Nokia 1.4 হবে বলে জানিয়েছে। পাশাপাশি সে এই ফোনের সমস্ত স্পেসিফিকেশন ও সম্ভাব্য দামও সামনে এনেছেন। আসুন জেনে নিই নোকিয়া ১.৪ ফোনটি কি ফিচার সহ বাজারে আসবে।

Nokia 1.4 এর দাম (সম্ভাব্য)

সুধাংশু জানিয়েছেন, নোকিয়া ১.৪ ফোনটি গত বছরে লঞ্চ হওয়া নোকিয়া ১.৩ এর আপগ্রেড ভার্সন হবে। নতুন এই ফোনের দাম ১০০ ইউরোর কম থাকবে (প্রায় ৮,৮০০ টাকা)। এই দাম ফোনটির ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি স্টোরেজের হতে পারে। ফোনটি ব্লু ও গ্রে কালারে আসবে।

Nokia 1.4 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

রিপোর্ট অনুযায়ী, নোকিয়া ১.৪ ফোনে থাকবে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এর পিক্সেল রেজোলিউশন হতে পারে ৭২০x১৪৪০। আবার এর ডিজাইন হতে পারে ড্রপ নচ। ফোনটিতে ব্যবহার করা হতে পারে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ বাড়ানো যাবে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড ১০।

Nokia 1.4 ফোনের পিছনে ডুয়েল ক্যামেরা সহ এলইডি ফ্ল্যাশ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ৮ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরা হবে ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এতে ৫ মেগাপিক্সেল সেন্সর থাকবে। পাওয়ারের জন্য এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। চার্জিংয়ের জন্য থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট।

কানেক্টিভিটির জন্য এতে ডুয়েল সিম, ওয়াই-ফাই, ব্লুটুথ ৪.২ ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক দেওয়া হবে। সিকিউরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক থাকবে।