Nokia 9.3 Pureview ফ্ল্যাগশিপ ফোন ১১ নভেম্বরের আগে লঞ্চ হবে? জল্পনা ছড়ালো

ফ্ল্যাগশিপ ফোনের কোনও নামগন্ধ নেই, নোকিয়া (Nokia) প্রেমীরা নিশ্চয় এতদিন তাদের প্রিয় ব্র্যান্ডের বাজেট এবং মিড-রেঞ্জ স্মার্টফোন লঞ্চ প্রত্যক্ষ করতে করতে বিষণ্ণ পড়েছেন। তবে নতুন একটি খবরে আপনার উচ্ছাসিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারে নোকিয়া পা রাখছে। খোদ কোম্পানির এক কর্তার কথায় এই পরিকল্পনার কথা উঠে এসেছে।

5G ফোন আনছে Nokia

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল (HMD Global) ১১ নভেম্বরের আগেই নতুন ৫জি ফোন বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে। চীনা রিজিয়নে এইচএমডি গ্লোবালের প্রোডাক্ট ম্যানেজার ঝাং ইয়ুচেং (Zhang Yucheng) মাইক্রোব্লগিং সাইট উইবোতে এক ইউজারের সাথে কথোকথনের সময় এ কথা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ৫জি স্মার্টফোনের তালিকায় নোকিয়ার ডিভাইসের সংখ্যা খুবই নগণ্য। এমনকি সংস্থাটির প্রথম ৫জি স্মার্টফোন নোকিয়া ৮.৩ ৫জি (Nokia 8.3 5G) চীনেও লঞ্চ হয়নি। যদিও সেই চীনেই নোকিয়া নতুন ৫জি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোনের উপর নোকিয়া কাজ করছে বলে একদা শোনা গেছিল। যদিও সে কাজ কতদূর এগোলো, গত বছর থেকে তা নিয়ে কোনও সংবাদ সামনে আসেনি।

Nokia 9.3 PureView লঞ্চ হতে পারে

বস্তুত, চাইনিজ মার্কেটে প্রথম পা রাখতে চলা নোকিয়ার আপকামিং ফ্ল্যাগশিপ ফোন নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি। সর্বশেষ সংবাদ অনুযায়ী, নোকিয়া ৯.৩ পিওরভিউ (Nokia 9.3 PureView) ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে বলেও শেষপর্যন্ত করেনি। তাহলে এই ফোনটিই কি চলতি বছরের নভেম্বরে নতুন রূপে আত্মপ্রকাশ করবে? এই প্রশ্নের উত্তর আমরা শীঘ্রই পাব বলে আশা করতে পারি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন