কবে লঞ্চ হবে Nokia 9.3 PureView, Nokia 7.3 এবং Nokia 6.3, সামনে এল নতুন তথ্য

কথা ছিল জুলাই মাসে লঞ্চ করা হবে Nokia 9.3 PureView, Nokia 7.3 এবং Nokia 6.3। যদিও করোনা মহামারীর কারণে এই ফোনগুলির লঞ্চ ডেট পিছিয়ে দেয় কোম্পানি। এমনকি নোকিয়া ফ্যানরা ফোনগুলি কবে আসবে সেই নিয়েও কোনো বিজ্ঞপ্তি পান নি। তবে সম্প্রতি একটি রিপোর্টে জানানো হয়েছে যে, নোকিয়া ৯.৩ পিওরভিউ, নোকিয়া ৭.৩ ও নোকিয়া ৬.৩ এই বছরের চতুর্থ কোয়ার্টারে বাজারে আসবে।

Nokiapoweruser এর রিপোর্ট অনুযায়ী এইচএমডি গ্লোবাল সারা বিশ্বে করোনা পরিস্থিতি নজরে রাখছে। পরিস্থিতি নিয়ন্ত্রের মধ্যে এলেই বহু প্রতীক্ষিত তিনটি ফোনকে লঞ্চ করবে কোম্পানি। যদিও এই ফোনগুলির উপর কাজ প্রায় সমাপ্ত। এখন ফোনগুলিকে টেস্ট করা হচ্ছে। যদি সেপ্টেম্বর অক্টোবর নাগাদ করোনা কে নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কোম্পানি ওই সমস্যা Nokia 9.3 PureView, Nokia 7.3 এবং Nokia 6.3 কে লঞ্চ করতে পারে।

Nokia 9.3 PureView সম্ভাব্য ফিচার :

নোকিয়া ৯.৩ পিওরভিউ এর সমস্ত ফিচার এখনো সামনে আসেনি। রিপোর্ট অনুযায়ী এই 5G ফোনে ৬.২৯ ইঞ্চি OLED ডিসপ্লে দেওয়া হবে, যেটি QHD+ রেজুলেশনের সাথে আসবে। এছাড়াও এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। এই ফোনের পিছনে পাঁচটি ক্যামেরা দেওয়া হবে। যার প্রাইমারি রিয়ার ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এই ফোনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এছাড়াও এখানে একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে ১০৮ মেগাপিক্সেলের। নোকিয়া এখনো পর্যন্ত কোয়ালকমের এই লেটেস্ট প্রসেসর এর সাথে কোন ফোন লঞ্চ করেনি। আশা করা হচ্ছে নকিয়া ৯.৩ পিওরভিউ ফোনে কোয়ালকম স্নাপড্রাগণ ৮৬৫ প্রসেসর দেওয়া হবে। এই ফোনের দাম ৬০ হাজার টাকার কাছাকাছি হতে পারে।

Nokia 6.3 ও Nokia 7.3 ফিচার :

এদিকে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, Nokia 6.3 ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। যার প্রাইমারি ক্যামেরা হবে ২৪ মেগাপিক্সেল। এছাড়াও থাকবে ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল মাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে। এই ফোনের সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। এটি পাওয়ার বাটনের পাশে থাকবে। এতে স্ন্যাপড্রাগন ৬৭০ বা ৬৭৫ প্রসেসর ব্যবহার করা হতে পারে। বিশ্ব বাজারে ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের দাম হবে প্রায় ২০,০০০ টাকা।

আবার নোকিয়া ৭.৩ ফোনে ৬৪ মেগাপিক্সেল Zeiss অপটিক্স কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে। অন্য তিনটি সেন্সর হবে ওয়াইড এঙ্গেল, ডেপ্থ ও ম্যাক্রো সেন্সর। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজের প্রসেসরের সাথে আসতে পারে। এতে ২৪ বা ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকতে পারে।