Nokia BH 805 : নোকিয়া এনে হাজির করল নতুন ইয়ারবাড, গান শোনার ইচ্ছা হবে দ্বিগুণ

HMD Glaobal আজ ট্রু ওয়্যারলেস স্টেরিও বা TWS সেগমেন্টে Nokia BH 805 নামের একটি নতুন ইয়ারবাড লঞ্চ করল। ব্র্যান্ডের প্রথম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার…

HMD Glaobal আজ ট্রু ওয়্যারলেস স্টেরিও বা TWS সেগমেন্টে Nokia BH 805 নামের একটি নতুন ইয়ারবাড লঞ্চ করল। ব্র্যান্ডের প্রথম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন (ANC) ফিচার ও কমার্শিয়াল গ্রেড হিয়ারিং রেটিং সহ Nokia BH 805 বাজারে এসেছে। কোম্পানির দাবি ডিভাইসটি, ২৫ ডেসিবেল পর্যন্ত পারিপার্শ্বিক নয়েজ হ্রাস করতে সক্ষম। এছাড়া এই ইয়ারবাডে থাকা অ্যাম্বিয়েন্ট মোড (Ambient mode) -এর জন্য চারপাশের যেকোনো সাউন্ড সম্পর্কে সচেতন থাকা যাবে। এছাড়া, IPX5 রেটিং প্রাপ্ত এই TWS প্রোডাক্টটি একটানা ২০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে বলেও নোকিয়া দাবি করেছে। তাহলে চলুন সদ্য বাজারে পা রাখা নোকিয়া বিএইচ ৮০৫ ইয়ারবাডের ফিচার ও দাম একঝলকে দেখে নেওয়া যাক।

Nokia BH 805 ইয়ারবাডের দাম

নোকিয়া BH-805 ইয়ারবাডটিকে ইউরোপিয়ান মার্কেটে ৯৯.৯৯ ইউরো বা প্রায় ৮,৭৮৯ টাকায় লঞ্চ করেছে। চারকোল এবং পোলার সি কালার ভ্যারিয়েন্টের সাথে আসা এই নয়েজ ক্যান্সেলিং ফিচারযুক্ত TWS ইয়ারবাডকে, অস্ট্রিয়া, জার্মানি এবং সুইজারল্যান্ডে আপাতত পাওয়া যাচ্ছে। আগামী কিছু সময়ের মধ্যে এটিকে ভারতীয় বাজারেও নিয়ে আসা হবে।

প্রসঙ্গত, এর আগে লঞ্চ হওয়া Nokia Power Earbuds এবং Nokia Power Earbuds Lite মডেল দুটি ভারতে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিল।

Nokia BH 805 ইয়ারবাডের ফিচার ও স্পেসিফিকেশন

স্টাইলিশ লুক যুক্ত Nokia BH-805 ইয়ারবাডটির ফিচারগুলি অনেকটা পূর্ববতী Nokia Power Lite অডিও ডিভাইসের ন্যায়। উৎকর্ষমানের সাউন্ড কোয়ালিটির জন্য নোকিয়ার এই নয়া ইয়ারবাডে, ১৩ মিমি দৈর্ঘ্যের গ্রাফিন (graphene) বাডস ব্যবহার করা হয়েছে। এটির দুটি বাডে পৃথক ভাবে ৪৫ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি এবং চার্জিং কেসে ৪০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি বর্তমান। যার মধ্যে, বাডগুলি চার্জিং কেস ছাড়া সতন্ত্র ভাবে ৫ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক এবং চার্জিং কেস সহিত ২০ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক অফার করবে, বলে নোকিয়া দাবি করেছে।

তবে, ডিভাইসটিতে যদি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার অন থাকে তাহলে এটির ব্যাটারি লাইফ কিছুটা কমে যাবে। সংস্থাটি তাদের এই নয়া অডিও প্রোডাক্টটির চার্জিং কেসে, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট ব্যবহার করেছে, যা ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এছাড়া এই TWS ইয়ারবাডে, ব্লুটুথ ৫.০ কানেকশন এবং গুগল অ্যাসিস্ট্যান্টের মতো ফিচারের সুবিধাও পাওয়া যাবে। আবার যেহেতু নোকিয়ার এই ইয়ারবাডটি IPX5 রেটিং প্রাপ্ত, সেহেতু এটি ডাস্ট ও ওয়াটারপ্রুফ।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন