লঞ্চ হল ‘সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন’ Nokia C1 Plus

HMD Global নোকিয়ার C সিরিজের অধীনে C1 Plus নামে নতুন একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন লঞ্চ করে দিল। মূলত গতবছর বাজারে আসা Nokia C1-এর আপগ্রেড ভার্সন হিসেবে এটি লঞ্চ করা হয়েছে। HMD Global জানিয়েছে, এটি এখনো পর্যন্ত নোকিয়ার সবচেয়ে সস্তা 4G স্মার্টফোন। নোকিয়া সি১ প্লাস এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে, এতে আছে ২,৫০০ এমএএইচ ব্যাটারি, কোয়াড কোর প্রসেসর ও ডুয়েল সিম সাপোর্ট।

Nokia C1 Plus এর দাম ও লভ্যতা

নোকিয়া সি১ প্লাস ফোনের দাম রাখা হয়েছে ৬৯ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬,১৭৭ টাকার সমান। এই দাম ফোনটির ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজের। এটি ব্লু ও রেড কালার অপশনে উপলব্ধ হবে৷ আপাতত ফোনটি ইউরোপীয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে। ভারতে Nokia C1 Plus উপলব্ধ হবে কিনা সেই বিষয়ক তথ্য এখন অমিল।

Nokia C1 Plus এর স্পেসিফিকেশন

নোকিয়া সি১ প্লাস ফোনে পাওয়া যাবে ৫.৪৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। যার রেজুলিউশন ১৬০০x৭২০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ৫.৪৫ ইঞ্চি। ফোনটির চারপাশে পলিকার্বোনেট বডি উপলব্ধ। এখানে ১.৪ গিগাহার্টজ স্পিডযুক্ত কোয়াড কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। তবে ব্যবহৃত প্রসেসর কোন কোম্পানীর, তা জানা যায়নি। এই ফোনে থাকছে ১ জিবি র‌্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এটি ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ফোনের সামনে ও পেছনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। কোম্পানি জানিয়েছে, দুটি ক্যামেরাই এইচডিআর ইমেজিং সাপোর্ট করে। Nokia C1 Plus ফোনে আছে ২,৫০০ এমএএইচের ব্যাটারি। ফোনটিতে ডুয়াল সিম সাপোর্ট থাকলেও কিছু মার্কেটে এটি সিঙ্গেল সিম ভ্যারিয়েন্টে উপলব্ধ হবে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১০ গো এডিশন উপস্থিত।