Nokia C12 Plus: জলের দরে নোকিয়ার নতুন ফোন, লঞ্চের আগেই সমস্ত ফিচার্স ও দাম লিক

নোকিয়া (Nokia) সম্প্রতি সাশ্রয়ী মূল্যে রিমুভেবল ব্যাটারি সহ C12 এবং C12 Pro ভারতে লঞ্চ করেছে। কোম্পানিটি বর্তমানে এই সিরিজের অধীনে Nokia C12 Plus নামে আরেকটি মডেল বাজারে আনার করার প্রস্তুতি নিচ্ছে। যদিও নোকিয়া আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ এখনও ঘোষণা করেনি। তবে, তার আগেই এখন নোকিয়া সম্পূর্ণ স্পেসিফিকেশন এবং মূল্যের সাথে স্মার্টফোনটিকে তাদের ওয়েবসাইটে তালিকাভুক্ত করেছে। আসুন তাহলে Nokia C12 Plus কি কি অফার করতে চলেছে, তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Nokia C12 Plus-এর স্পেসিফিকেশন ও মূল্য

ভারতে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, নোকিয়া সি ১২ প্লাস-এ রয়েছে ৬.৩ ইঞ্চি ডিসপ্লে, যা ১,৫২০ x ৭২০ পিক্সেলের এইচডি+ রেজোলিউশন অফার করে। ডিজাইনের নিরিখে, স্মার্টফোনটি দেখতে স্ট্যান্ডার্ড সি১২-এর মতোই, যার ওপরে একটি ওয়াটারড্রপ নচ এবং নীচে একটি পুরু বেজেল রয়েছে।

জানিয়ে রাখি, তালিকায় কোম্পানি নোকিয়া সি ১২ প্লাস-এ ব্যবহৃত চিপসেটটির নাম প্রকাশ করেনি, তবে জানিয়েছে যে, এই এন্ট্রি-লেভেল ফোনটি একটি অক্টা-কোর ইউনিসক প্রসেসর দ্বারা চালিত, যার সর্বোচ্চ ক্লক স্পিড ১.৬ গিগাহার্টজ (কমপক্ষে চারটি কোর ১.৬ গিগাহার্জে রান করে)। চিপসেটটি ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজের সাথে যুক্ত রয়েছে। তবে একটি মাইক্রোএসডি কার্ড স্লটের মাধ্যমে এর স্টোরেজ সম্প্রসারণ করাও যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Nokia C12 Plus-এ অটোফোকাস এবং এলইডি ফ্ল্যাশ সহ একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা উপস্থিত রয়েছে। আর সামনে, সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৪,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা আগেকার পুরনো ফোনের মতো খুলে বার করা যাবে।

এছাড়াও, Nokia C12 Plus-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে ডুয়েল সিম সাপোর্ট, ৪জি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ এবং জিপিএস। এতে একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকও মিলবে। Nokia C12 Plus লাইট মিন্ট, চারকোল ও ডার্ক সায়ান-এর মতো কালার অপশনে উপলব্ধ হবে এবং ভারতের বাজারে এর একটাই স্টোরেজ অপশন ৭,৯৯৯ টাকায় পাওয়া যাবে।