Nokia C2 2nd Edition মাত্র ৬,৫০০ টাকায় লঞ্চ হল, পাবেন ২ বছরের সিকিউরিটি আপডেট

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২২ (MWC 2022) টেক ইভেন্ট চলাকালীন, স্মার্টফোন ব্র্যান্ড নোকিয়া তাদের C21 সিরিজের অধীনে Nokia C21 এবং Nokia C21 Plus মডেল দুটির পাশাপাশি Nokia C2 2nd Edition স্মার্টফোনটিও উন্মোচন করে। সেই সময়ে সংস্থার তরফে Nokia C2 2nd Edition-এর মূল্য এবং উপলব্ধতা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে এবার এই এন্ট্রি লেভেল হ্যান্ডসেটটি ইউরোপে কেনার জন্য উপলব্ধ হয়েছে। আসুন জেনে নেওয়া যাক ইউরোপীয় মার্কেটে Nokia C2 2nd Edition-এর দাম ও সকল স্পেসিফিকেশন গুলি।

নোকিয়া সি২ ২য় এডিশন- এর দাম (Nokia C2 2nd Edition Price in Europe)

ইউরোপের বাজারে নোকিয়া সি২ ২য় এডিশন- এর দাম রাখা হয়েছে ৭৯ ইউরো (প্রায় ৬,৫৫০ টাকা)। হ্যান্ডসেটটি শীঘ্রই আফ্রিকা এবং লাতিন আমেরিকার মার্কেটেও আসবে বলে আশা করা হচ্ছে। এই নোকিয়া ফোনটি গ্রে এবং ব্লু -এই দুই কালার অপশনে উপলব্ধ রয়েছে।

নোকিয়া সি২ ২য় এডিশন স্পেসিফিকেশন (Nokia C2 2nd Edition Specifications)

নোকিয়া সি২ ২য় এডিশন-এ ৫.৭ ইঞ্চির আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ৯৬০ x ৪৮০ পিক্সেলের রেজোলিউশন অফার করে। এন্ট্রি-লেভেল নোকিয়া স্মার্টফোনটি মিডিয়াটেকের কোয়াড-কোর প্রসেসর দ্বারা চালিত, যার ক্লক স্পিড ১.৫ গিগাহার্টজ। এই ডিভাইসে ১ জিবি / ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ পাওয়া যাবে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। নোকিয়া সি২ ২য় এডিশন অ্যান্ড্রয়েড ১১- এর গো এডিশনে চলে এবং এই ফোনে ২ বছরের সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, যদিও নোকিয়া সি২ ২য় এডিশন-এ কোনও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই, তবে এতে ফেস আনলক ফিচারটি বর্তমান।

ফটোগ্রাফির জন্য, Nokia C2 2nd Edition-এর ব্যাক প্যানেলের ক্যামেরা সেটআপটিতে এলইডি (LED) ফ্ল্যাশ সহ একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর উপস্থিত রয়েছে। আর সামনেও ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য, এই নতুন নোকিয়া ফোনে একটি ২,৪০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যা শুধুমাত্র ৫ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির ক্ষেত্রে, Nokia C2 2nd Edition-এ ডুয়েল সিম সাপোর্ট, ৪জি এলটিই, ২.৪ গিগাহার্টজ ওয়াই-ফাই, জিপিএস, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক মিলবে। হ্যান্ডসেটটি সিঙ্গেল সিম সংস্করণেও পাওয়া যাবে।