ভারতে আসছে Nokia C20 Nokia G10, Nokia G20 Nokia X10 ও Nokia X20, দেখা গেল ওয়েবসাইটে

Nokia ভারতে একঝাঁক স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে। কোম্পানির তরফে এই বিষয়ে কোনও বার্তা আসেনি ঠিকই, তবে ভারতের জন্য নোকিয়ার গ্লোবাল ওয়েবসাইটে সংশ্লিষ্ট স্মার্টফোনগুলি লিস্টেড হয়েছে।

প্রসঙ্গত Nokia ফোন নির্মাতা HMD Global এপ্রিলে Nokia C10, Nokia C20, Nokia G10, Nokia G20, Nokia X10, ও Nokia X20 নামে একসঙ্গে ছ’ছ’টি স্মার্টফোন লঞ্চ করেছিল। নোকিয়ার SAR (Specific Absorption Rate) ইনফরমেশন পেজের রিজিয়ন ফিল্টারে গিয়ে ভারত নির্বাচন করলে এগুলির মধ্যে Nokia C10 বাদে প্রত্যেকটি হ্যান্ডসেটের SAR ভ্যালু (স্মার্টফোন ব্যবহারের সময় রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি কতটা পরিমাণে দেহে প্রবেশ করে) দেখা যাচ্ছে।

Nokia C20, Nokia G10, Nokia G20, Nokia X10, ও Nokia X20 ভারতে লঞ্চ হবে

যেহেতু উল্লেখিত পাঁচটি স্মার্টফোনের মধ্যে কোনোটিই এখনও ভারতে পা রাখেনি। তাই SAR পেজ স্পষ্ট ইঙ্গিত করছে, নোকিয়া সি২০, নোকিয়া জি১০, নোকিয়া জি২০, নোকিয়া এক্স১০ ও নোকিয়া এক্স২০ একসাথে বা পৃথক পৃথক ভাবে এদেশে লঞ্চ হতে পারে।

উল্লেখ্য, Nokia C সিরিজের C10 ও C20 স্মার্টফোন একদম এন্ট্রি লেভেল স্পেসিফিকেশন সহ লঞ্চ হয়েছিল। Nokia G সিরিজের G10 ও G20 মিড-রেঞ্জ সেগমেন্টে এসেছিল। আর Nokia X10 ও Nokia X20 বাকিদের চেয়ে হাই-স্পেকসের সাথে লঞ্চ হয়েছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন