Nokia C20 Plus ভারতে লঞ্চ হল শক্তিশালী ব্যাটারি সহ, দাম শুরু ৮,৯৯৯ টাকা থেকে

Nokia C20 Plus একপ্রকার চুপিচুপি আজ ভারতে লঞ্চ হলো। গত জুন মাসে চীনে এই ফোনের ওপর থেকে পর্দা সরানো হয়েছিল। বাজেট রেঞ্জের এই ফোনটি অক্টা-কোর ইউনিসক (Unisoc) প্রসেসর সহ এসেছে। এছাড়া Nokia C20 এর এই আপগ্রেড ভার্সনে পাওয়া যাবে ডুয়েল রিয়ার ক্যামেরা, এইচডি প্লাস ডিসপ্লে, ৪,৯৫০ এমএএইচ ব্যাটারি। লঞ্চ ইভেন্টে HMD Global (নোকিয়া ব্র্যান্ডের লাইসেন্সধারী) জানিয়েছে, শীঘ্রই ভারতে Nokia C01 Plus, Nokia C10, Nokia C30 ও Nokia XR20 ফোন চারটিও ভারতে লঞ্চ করা হবে।

Nokia C20 Plus এর দাম ও সেলের তারিখ

নোকিয়া সি২০ প্লাস এর ভারতে দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের। আবার ফোনটির ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজের দাম ৯,৯৯৯ টাকা। ফোনটি ব্লু ও গ্রে কালারে পাওয়া যাবে।

নোকিয়া সি২০ প্লাস আজ থেকেই Nokia India ওয়েবসাইট ও Reliance Digital স্টোর থেকে কেনা যাবে। রিলায়েন্স জিও গ্রাহকরা লঞ্চ অফার হিসেবে ফোনটির সাথে ৪,০০০ টাকা বেনিফিট পাবেন।

Nokia C20 Plus এর স্পেসিফিকেশন ও ফিচার

Nokia C20 Plus স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১১ (গো এডিশন) অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে আছে ২০:৯ এসপেক্ট রেশিও সহ ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেলস) ডিসপ্লে। ফোনটি অক্টা কোর Unisoc SC9863a প্রসেসর, ৩ জিবি পর্যন্ত র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Nokia C20 Plus স্মার্টফোনের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার ফোনটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে ৪,৯৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।

কানেক্টিভিটির জন্য এতে আছে 4G LTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি পোর্ট ও ৩.৫মিমি হেডফোন জ্যাক। ফোনটির ওজন ২০৪.৫ গ্রাম।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন