আসছে সস্তা ফোন Nokia C20 Plus, শক্তিশালী ব্যাটারির সাথে থাকবে ৩ জিবি র‌্যাম

চলতি বছরের প্রথমদিকে Nokia তার C সিরিজের অধীনে দু’টি স্মার্টফোন এনেছিল। যেগুলি হল Nokia C10 ও Nokia C20। এছাড়াও, ২০২১ সালে Nokia একাধিক বাজেট ও মিড-রেঞ্জ ডিভাইস লঞ্চ করবে বলে পরিকল্পনা করেছে। হালফিলে Nokia C সিরিজের দু’টি নতুন মডেলের কথা শোনা যাচ্ছে। সম্প্রতি আপকামিং স্মার্টফোন দু’টির স্কেচ ফাঁস হয়ে এদের রিয়ার প্যানেলের ডিজাইন সামনে এসেছিল। পাশাপাশি ডিভাইস দু’টি যে Nokia C20 Plus ও Nokia C30 নামে আসবে, তা স্কেচ থেকে জানা গিয়েছিল। Nokia C20 Plus কে এবার বেঞ্চমার্ক সাইট, Geekbench-এ দেখা গেল। এই বেঞ্চমার্ক সাইটের লিস্টিং ফোনটির বিষয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে।

গিকবেঞ্চের লিস্টিং অনুসারে নোকিয়া সি২০ প্লাস অক্টা কোর Sirius কোডনামের প্রসেসরে চলবে। এই কোডনাম সাধারণত Unisoc-এর প্রসেসরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া নোকিয়া সি২০ প্লাস-এ ৩ জিবি র‌্যাম থাকবে। যদিও লঞ্চের সময় এর আরও র‌্যাম ভ্যারিয়েন্ট থাকবে বলে আশা করা যায়।

গিকবেঞ্চ থেকে আরও জানা গেছে, নোকিয়া সি২০ প্লাস অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। গিকবেঞ্চে স্মার্টফোনটি সিঙ্গল কোর টেস্টে ১২৬ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ৪৭৬ পয়েন্ট স্কোর করতে পেরেছে।

এর আগে Nokia C20 Plus স্মার্টফোনের কিছু তথ্য ফাঁস হয়েছিল। নোকিয়াবার-এর রিপোর্ট অনুযায়ী এতে বৃত্তাকার ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। ক্যামেরা মডিউলের বাইরে ফ্ল্যাশ দেখা যাবে। এছাড়া, পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবে। স্পেসিফিকেশন দেখে অনুমান করা শক্ত নয় ফোনটি বাজেট রেঞ্জে আসবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন