Nokia C21 Plus: দশ হাজার টাকার রেঞ্জে এল নয়া নোকিয়া স্মার্টফোন, কিনবেন নাকি

আজ নোকিয়া ভারতের বাজারে লঞ্চ করল তাদের নতুন Nokia C21 Plus স্মার্টফোনটি। এই হ্যান্ডসেটে Unisoc SC9863A প্রসেসর এবং ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। Nokia C21 Plus ৩ দিনের ব্যাটারি ব্যাকআপ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এই ফোনটিতে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে এবং এটি দুই বছরের জন্য কোয়ার্টারলি সিকিউরিটি আপডেট পাবে বলে জানিয়েছে সংস্থা। ভারতের বাজারে Nokia C21 Plus-এর দাম ১১,০০০ টাকারও কম রাখা হয়েছে এবং ডিভাইসটি দুটি কালার অপশনে নোকিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে কেনার জন্য উপলব্ধ রয়েছে। চলুন এই ফোনের দাম, ফিচার ও সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।

নোকিয়া সি২১ প্লাস-এর দাম ও লভ্যতা (Nokia C21 Plus Price and Availability)

ভারতে নোকিয়া সি২১ প্লাস ফোনটি সংস্থার অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে। এর ৩ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছে ১০,২৯৯ টাকা। যেখানে ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটি ১১,২৯৯ টাকায় কেনা যাবে। হ্যান্ডসেটটি ডার্ক সায়ান এবং ওয়ার্ম গ্রে- এই দুই আকর্ষণীয় কালার অপশনে বেছে নেওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে, নোকিয়া সি২১ প্লাস-এর এক্সক্লুসিভ লঞ্চের অংশ হিসেবে নোকিয়া ওয়্যার্ড বাডস ইয়ারফোনটি এখন এই স্মার্টফোনের সাথে বিনামূল্যে পাওয়া যাচ্ছে। নোকিয়া ডিভাইসটি শীঘ্রই রিটেইল চ্যানেল এবং ই-কমার্স সাইটগুলিতেও উপলব্ধ হবে বলে জানিয়েছে সংস্থা।

নোকিয়া সি২১ প্লাস-এর স্পেসিফিকেশন এবং ফিচার (Nokia C21 Plus Specifications and Features)

নোকিয়া সি২১ প্লাস ৬.৫ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সহ এসেছে, যা ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করে। ডিভাইসটি ইউনিসক এসসি৯৮৬৩এ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ বর্তমান। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে হ্যান্ডসেটের স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। নোকিয়া সি২১ প্লাস অ্যান্ড্রয়েড ১১ গো এডিশনে রান করে। নিরাপত্তার জন্য, এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং এআই ফেস আনলক প্রযুক্তি মিলবে। এছাড়া, নোকিয়া এই ফোনে দুই বছরের রেগুলার সেফটি আপডেট অফার করবে বলেও জানিয়েছে।

ফটোগ্রাফির জন্য, Nokia C21 Plus-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে। আর ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা বর্তমান। ফ্রন্ট এবং রিয়ার উভয় ক্যামেরা সেটআপে এলইডি ফ্ল্যাশ অন্তর্ভুক্ত রয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia C21 Plus-এ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা তিন দিনের ব্যাটারি লাইফ প্রদান করবে বলে দাবি করা হয়েছে। এটি ১০ ওয়াট চার্জিংও সাপোর্ট করে। Nokia C21 Plus ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এবং এটি একটি মাইক্রো-ইউএসবি পোর্ট সহ ব্লুটুথ ভি৪.২ ওয়্যারলেস কানেক্টিভিটি অফার করে। স্মার্টফোনটির পরিমাপ ১৬৪.৮x৭৫.৯x৮.৫৫ মিলিমিটার এবং ওজন ৭৫.৯ গ্রাম।