Nokia E12000 ANC হেডফোন লঞ্চ হল ৫০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ, জেনে নিন অন্যান্য বিশেষত্ব

জনপ্রিয় মোবাইল প্রস্তুতকারী সংস্থা নোকিয়ার অ্যাক্সেসরিজ লাইসেন্সপ্রাপ্ত, RichGo সম্প্রতি চীনে লঞ্চ করল তাদের নয়া ওয়্যারলেস হেডফোন, যার নাম Nokia E12000 ANC। এটি Nokia E12000 এর উত্তরসূরী হিসেবে এসেছে। নতুন এই হেডফোনে পূর্বসূরীর মতো একই ওভারহেড ডিজাইন দেখা গেলেও রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন প্রযুক্তি। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৭০০ এমএইচ ব্যাটারি। চলুন এক নজরে দেখে নেওয়া যাক নয়া হেডফোন দাম ও স্পেসিফিকেশন।

Nokia E12000 ANC ওয়্যারলেস ইয়ারফোনের দাম ও লভ্যতা

নোকিয়া ই১২০০ এএনসি ইয়ারফোনর দাম এখনো পর্যন্ত জানা যায়নি। আপাতত এটি চীনের বাজারে উপলব্ধ। এরপর ভারতে লঞ্চ হবে বলে আমাদের ধারণা।

Nokia E12000 ANC ওয়্যারলেস ইয়ারফোনের ফিচার ও স্পেসিফিকেশন

নোকিয়া ই১২০০ এএনসি ইয়ারফোন পূর্বসূরী নোকিয়া ই১২০০-এর মতই ওভারহেড ডিজাইন এবং প্রায় একই ধরনের ফিচারের সাথে এসেছে। তবে এতে নতুন কিছু ফিচারও যুক্ত হয়েছে, যেমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন প্রযুক্তি। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ব্লুটুথ ৫.০। এখানে বলে রাখি, এর আগের নন এএনসি ভার্সনের হেডফোনে ছিল ৫০০ এমএএইচ ব্যাটারি। তবে নয়া হেডফোনে দেওয়া হয়েছে ৭০০ এমএএইচ ব্যাটারি। সংস্থার দাবি, এএনসি ফিচার অফ থাকাকালীন এটি ৫০ ঘণ্টা পর্যন্ত এবং এএনসি ফিচার চালু থাকলে এটি ২৪ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

এবার আসা যাক হেডফোনটির ডিজাইন প্রসঙ্গে। এটি একটি সার্কুম্যুরাল ওয়্যারলেস হেডফোন, যা সম্পূর্ণভাবে কানের মধ্যে আটকে থাকতে সক্ষম। এর আউটার কভার গ্লস ফিনিশের সাথে অ্যানোডাইজ অ্যালুমিনিয়ামের তৈরি এবং ভেতরের ইয়ারপ্যাডগুলি নরম পিইউ লেদারের। তদুপরি, ৪০এমএম দৈর্ঘ্যের হেডব্যান্ডটিকে ফোল্ড করে রাখা যায়, তাই ব্যবহারকারী এটিকে যেকোনো জায়গায় খুব সহজেই ক্যারি করতে পারবেন। পরিশেষে বলি, নয়া Nokia E12000 ANC ওয়্যারলেস হেডফোনটি গুগল অ্যাসিস্ট্যান্ট এবং সিরি ভয়েজ অ্যাসিস্টেন্ট সাপোর্ট সহ এসেছে এবং এটিকে ওয়্যার্ড হেডফোন হিসেবেও ব্যবহার করা যাবে।