গেমিং নয়, Nokia G10 হবে সস্তা ফোন! কবে আসছে জেনে নিন

আগামী ৮ এপ্রিল HMD Global আন্তর্জাতিক মার্কেটে Nokia G10, Nokia X20, Nokia X10 ফোনগুলি লঞ্চ করতে পারে। এরমধ্যে নোকিয়া জি১০ ফোনটি গেমিং ফোন হবে বলে অনুমান করা হচ্ছিলো। কিছুদিন আগে মালয়েশিয়ায় SIRIM সার্টিফিকেশন সাইট থেকেও এমনই ইঙ্গিত মিলেছিল। যদিও Nokia G10 কে আজ গিকবেঞ্চে (Geekbench) অন্তর্ভুক্ত করা হয়েছে, যারপর মনে হচ্ছে এটি একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে। কারণ এখানে ফোনটিকে সাধারণ স্পেসিফিকেশনের সাথে দেখা গেছে।

গিকবেঞ্চ থেকে জানা গেছে Nokia G10 ফোনে মিডিয়াটেক MT6762 প্রসেসর থাকবে, যাকে আমরা মিডিয়াটেক হেলিও পি২২ নামে জানি। এই প্রসেসর কেবল এন্ট্রি লেভেল ফোনে ব্যবহার করা হয়। এছাড়াও গিকবেঞ্চের ডেটাবেস থেকে সামনে এসেছে যে, এই ফোনটি ৩ জিবি র‌্যামের সাথে আসবে। আশা করি এরপর আর প্রমানের প্রয়োজন হয়না যে নোকিয়া জি১০ একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হবে।

গিকবেঞ্চে এই ফোনটি সিঙ্গেল ও মাল্টি কোর টেস্টে যথাক্রমে ১৫০ এবং ৮৫৮ স্কোর করেছে। যা ফোনটির মধ্যম মানের পারফরম্যান্স অফার করার দিকেই নির্দেশ করে। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।

এর আগে NokiaMob এর একটি রিপোর্টে দাবি করা হয়েছিল, Nokia G10 ফোনের মডেল নম্বর হবে TA-1334। এই ফোনে ৬.৪ ইঞ্চি ডিসপ্লে থাকবে। যদিও এর রেজোলিউশন বা ডিজাইন জানা যায়নি। আবার এতে কোয়াড রিয়ার ক্যামেরা থাকবে। এর প্রাইমারি সেন্সর হবে ৪৮ মেগাপিক্সেল। অন্যান্য ক্যামেরাগুলি হবে আলট্রা ওয়াইড লেন্স, ম্যাক্রো লেন্স ও ডেপ্থ সেন্সর। ফোনটি ব্লু কালার এবং ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন