Samsung এর নয়া চমক, ব্যবহারকারীরা পাবেন একদম বিনামূল্যে ক্লাউড স্টোরেজ

Samsung তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন "Temporary Cloud Backup" নামের পরিষেবার ঘোষণা করেছে

প্রতিটি স্মার্টফোনেই (Smartphone) রয়েছে নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ। তবে, দীর্ঘদিন ধরে বিভিন্ন ফাইল স্টোর করার ফলে এই স্টোরেজ শেষ হতে শুরু করে। আর সেই কারণে অনেকেই সমস্যায় পড়েন। যার জন্য, বর্তমানে বেশিরভাগ ক্রেতাই নতুন ফোন কেনার সময় তুলনামূলক ভাবে ফোনের স্টোরেজের দিকে বেশি খেয়াল রাখে। ফোনে পর্যাপ্ত স্টোরেজের অভাবে অ্যাপ বা গুরুত্বপূর্ণ ফাইল ডাউনলোডে সমস্যা হয়, আবার আপডেটের পর অ্যাপের সাইজ বাড়লেও সমস্যা দেখা দেয়।

তবে সেই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে Samsung। সম্প্রতি সংস্থাটি তার ব্যবহারকারীদের জন্য একটি নতুন “Temporary Cloud Backup” পরিষেবার ঘোষণা করেছে। যার মাধ্যমে এবার থেকে ফোনের ডেটা ব্যাকআপ নেওয়া সহজ হবে ৷ এই ফিচারটি নির্দিষ্ট ফাইলগুলির জন্য বিনামূল্যে স্টোরেজ অফার করে। সংস্থাটি ঘোষণা করেছে ভারত সহ সমগ্র বিশ্বে শীঘ্রই এটি রোলআউট হবে।

স্যামসাংয়ের “টেম্পোরারি ক্লাউড ব্যাকআপ” ব্যবহারকারীদের ১০০ জিবি ফাইল সংরক্ষণ করার অনুমতি দেয়। কিন্তু, ব্যবহারকারীরা শুধুমাত্র ৩০ দিন পর্যন্তই ক্লাউডে ডেটা সংরক্ষণ করতে পারবে। এই ফিচারটি কেবলমাত্র One UI 6.0 বা তার চেয়ে বেশি অপারেটিং সিস্টেমে চালিত স্যামসাং ডিভাইসগুলির জন্য উপলব্ধ।

এই নতুন ফ্রি স্টোরেজ প্ল্যানের পিছনে প্রাথমিক উদ্দেশ্য হল ব্যবহারকারীদের ডেটা হারানোর ভয় ছাড়াই প্রয়োজনীয় ডেটা সঞ্চয় করার জন্য একটি নিরাপদ জায়গা করে দেওয়া। যখন কোনো ডিভাইসের সার্ভিসিং বা রিপ্লেসমেন্ট প্রয়োজন হয়, তখন এই ফিচারটি ভীষণ মূল্যবান সম্পদ হয়ে উঠবে।

অস্থায়ী ক্লাউড ব্যাকআপ ব্যবহার করার প্রক্রিয়াটি ভীষণ সহজ। ব্যবহারকারীরা সহজেই একটি Samsung ডিভাইস থেকে ক্লাউডে তাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলি আপলোড করতে পারে এবং অন্য ডিভাইস বা একই ডিভাইস থেকে সেগুলি অ্যাক্সেসও করতে পারে। তবে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার করার জন্য উভয় ডিভাইসকেই Samsung এর প্রোডাক্ট হতে হবে। এছাড়াও, প্রক্রিয়াটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য ‘টু-স্টেপ ভেরিফিকেশন’ ভীষণই প্রয়োজনীয়।

ব্যবহারকারীরা প্রতিটি ফাইলের জন্য ৩০ দিনের নির্ধারিত সময় শেষ হবার সময় একটি বিজ্ঞপ্তি পাবেন। তাছাড়াও, এই সময়সীমা প্রতিটি ফাইলের জন্য পৃথকভাবে গণনা করা হবে। এমনকি Samsung-এর সিকিউর ফোল্ডারে রাখা ফাইলগুলিও ৩০ দিনের জন্য বিনামূল্যে ক্লাউডে সংরক্ষণ করা যেতে পারে।

Samsung পর্যায়ক্রমে সারা বিশ্বে Temporary Cloud Backup প্ল্যান রোলআউটের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর প্রথমে সংস্থাটির Galaxy S এবং Z সিরিজের ডিভাইসগুলিতে এই সুবিধা পাওয়া যাবে। আর আশা করা হচ্ছে, এই সুবিধাটি প্রথম কোরিয়াতে চালু করার পর শীঘ্রই একে ভারত সহ অন্যান্য দেশেও প্রসারিত করা হবে।