Nokia G11: নোকিয়া একদম সস্তায় নয়া ফোন লঞ্চ করল, 3 বছর ধরে নিয়মিত আপডেটের প্রতিশ্রুতি

Nokia G11 ইউরোপের বাজারে আত্মপ্রকাশ করল। Nokia G21 -এর সাথে স্মার্টফোনটি লঞ্চের ঘোষণা করেছে এইচএমডি গ্লোবাল। হ্যান্ডসেট দু’টির ডিজাইন ও স্পেসিফিকেশন প্রায় একরকম। Nokia G11 এইচডি ডিসপ্লের সঙ্গে এসেছে, যা হাই-রিফ্রেশ রেট সাপোর্ট করে। সংস্থার দাবি, ডিভাইসটির তিন দিনের ব্যাটারি লাইফ অফার করবে। সংস্থার অন্যান্য মডেলের মতো Nokia G11-এ স্টক অ্যান্ড্রয়েড প্রি-ইনস্টলড রয়েছে। স্মার্টফোনটির দাম, পূর্ণাঙ্গ স্পেসিফিকেশন ও ফিচারগুলির সম্পর্কে এবার জেনে নেওয়া যাক।

Nokia G11 দাম

নোকিয়া জি১১-এর দাম ১১৯ ইউরো (প্রায় ১০,১৬৫ টাকা) ধার্য করা হয়েছে। এটি ৩ জিবি + ৩২ জিবি স্টোরেজ অপশনে শুধু মিলবে। স্মার্টফোনটি বিশ্বের বিভিন্ন প্রান্তে খুব শীঘ্রই লঞ্চ হবে বলে আশা করা যায়।

Nokia G11 স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের নোকিয়া জি১১-এর সামনে ২০:৯ এসপেক্ট রেশিওযুক্ত ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ( ৭২০ x ১৬০০ পিক্সেল) ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে রয়েছে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট করে। ডিভাইসটির অভ্যন্তরে ইউনিসক টি৬০৬ প্রসেসর দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

নোকিয়া জি১১-এর পিছনে কোয়াড ক্যামেরা সেটআপ বর্তমান – ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। সেলফি ও ভিডিও কলের জন্য ফোনের সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়া এতে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে।

মাস্ক পড়ে থাকলেও Nokia G11-এর ফেস আনলক ফিচার ঠিক ব্যবহারকারীর মুখ চিনে ফেলতে সক্ষম। ফোনে অ্যান্ড্রয়েড ১১ ইনস্টলড আছে। তবে নোকিয়া জানিয়েছে, এটি দু’বছর ধরে মেজর সিস্টেম আপগ্রেড ও তিন বছর ধরে প্রতি মাসে সিকিউরিটি আপডেট পাবে। আবার গুগল অ্যাসিট্যান্টের জন্য একটি ডেডিকেটেড বাটন থাকছে এই স্মার্টফোনে।