Nokia G20 সস্তায় পাওয়ারফুল ব্যাটারি ও দুর্দান্ত ফিচার সহ ভারতে আসছে

আগামী ৮ এপ্রিল HMD Global গ্লোবাল মার্কেটে Nokia C20, Nokia X10, Nokia X20, Nokia G20 এবং Nokia G10 ফোনগুলি লঞ্চ করবে। তবে গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়ার সাথে সাথে এই ফোনগুলি ভারতেও পা রাখবে। অন্তত নোকিয়া জি২০ ফোনটির ক্ষেত্রে আমরা এই দাবি করতেই পারি। কারণ সম্প্রতি এই ফোনটি ভারতের ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর সার্টিফিকেশন লাভ করেছে। এটি একটি বাজেট স্মার্টফোন হবে।

BIS সার্টিফিকেশন সাইটে Nokia G20 কে TA-1366 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য সার্টিফিকেশন সাইটেও ফোনটিকে একই মডেল নম্বর দেখা গিয়েছিল। যাইহোক, ভারতীয় সার্টিফিকেশন সাইট থেকে ফোনটির কোনো স্পেসিফিকেশন জানা যায়নি। তবে ফোনটি যে শীঘ্রই এদেশে পা রাখবে, তা এখন জলের মত পরিষ্কার।

এর আগে NPU এর প্রতিবেদনে জানানো হয়েছিল, নোকিয়া জি২০ ফোনে মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটি ৩ জিবি/৪ জিবি র‌্যাম ও ৩২ জিবি/৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ পাওয়া যেতে পারে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও বাড়ানো যাবে।

আবার Nokia G20 ফোনটি ৬.৪ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে সহ আসতে পারে। এতে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। যার প্রাইমারি ক্যামেরা হতে পারে ৪৮ মেগাপিক্সেল সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলের জন্য পাওয়া যেতে পারে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন