বিরাট সুযোগ, Nokia G20 ফোন আজ কিনলে পাবেন ২,৫০০ টাকা ডিসকাউন্ট

আপনি কি কম বাজেটের Nokia ফোন কিনতে ইচ্ছুক? তবে, আর দেরী করবেন না। কারণ, বর্ষশেষে, Amazon আপনার জন্য নিয়ে এসেছে দারুণ সুযোগ। Amazon এ, নোকিয়ার বাজেট স্মার্টফোন, Nokia G20 -র ওপর থাকছে ২,৫০০ টাকার অবিশ্বাস্য ডিসকাউন্ট কুপন। অতএব উৎসবের ভরপুর আনন্দের সাথে এই সুন্দর ডিজাইনের সস্তা Nokia ফোনটি পকেটস্থ করতে হলে আপনাকে Amazon এর সাইটে অবশ্যই ঢুঁ মারতে হবে। তবে, তার আগে আসুন ফোনটির দাম, অফার ও অন্যান্য স্পেসিফিকেশনগুলি সম্পর্কে চটপট জেনে নিন।

Nokia G20 দাম ও সেল অফার

নোকিয়া জি ২০ স্মার্টফোনটি ভারতে ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ও ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট সহযোগে এসেছে। লঞ্চের সময় এর ৬৪ জিবি স্টোরেজ মডেলটির দাম রাখা হয়েছিল ১৪,৯৯৯ টাকা। তবে, এই মুহুর্তে, অ্যামাজন থেকে ফোনটি কিনলে আপনি পেয়ে যাবেন ২,৫০০ টাকার ডিসকাউন্ট কুপন। তবে, জানিয়ে রাখি, এই অফারটি শুধুমাত্র ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির ক্ষেত্রেই প্রযোজ্য।

পাশাপাশি নো কস্ট ইএমআই এর অপশনও উপলব্ধ থাকছে। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে ৫৮৮ টাকা করে পরিশোধ করতে হবে। এখানেই শেষ নয়, ফোনটি কেনার সময় পুরোনো ফোন বদল করলে মিলবে ১১,৮০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু। এছাড়াও, সিটি ইউনিয়ন ব্যাংকের ডেবিট কার্ড হোল্ডাররা পেয়ে যাবেন ১০% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এবং অ্যামাজন পে মারফত আইসিআইসিআই ক্রেডিট কার্ড হোল্ডাররা পেতে পারেন ৫% অতিরিক্ত ছাড়। অন্যদিকে, অ্যাক্সিস মাইলস্ এন্ড মোর ক্রেডিট কার্ড হোল্ডারদের জন্যও রয়েছে ১০% ছাড়।

Nokia G20 স্পেসিফিকেশন

নোকিয়া জি২০ ফোনে আছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫২ ইঞ্চির ফুল এইচডি প্লাস (৭২০×১,৬০০ পিক্সেল) আইপিএস এলসিডি স্ক্রিন, যা ২০:৯ এসপেক্ট রেশিও, টিয়ারড্রপ ডিসপ্লে ও ব্রাইটনেস বুস্ট ফিচার অফার করে। এতে অক্টা কোর হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড ১১ ওএস দ্বারা চালিত ফোনটি ৪ জিবি পর্যন্ত র‌্যাম + ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজসহ বাজারে উপলব্ধ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। উল্লেখ্য, নোকিয়া জি২০ হ্যান্ডসেটটি আকর্ষণীয় ব্লু ও সিলভার কালার অপশনে বেছে নেওয়া যাবে।

ক্যামেরার প্রসঙ্গে আসলে, নোকিয়া G20 ফোনের রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ উপস্থিত। এই ক্যামেরাগুলি হল ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। এছাড়া, সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও। রিয়ার ক্যামেরায় নাইট মোড, পোট্রেট মোড সপোর্ট করে।

পাওয়ার ব্যাকআপের জন্য Nokia G20 ফোনে দেওয়া হয়েছে অত্যন্ত শক্তিশালী ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।