Nokia G21, Nokia G11 আগামীকাল ভারতে লঞ্চ হচ্ছে, বাজেট রেঞ্জে পাবেন পুষ্টিকর ফিচার

Nokia সম্প্রতি তাদের G-সিরিজের অধীনে দুটি নয়া স্মার্টফোন ভারতে নিয়ে আসার কথা ঘোষণা করলো। জানা গেছে আসন্ন Nokia G21 ও Nokia G11 স্মার্টফোন-দ্বয়কে আগামীকাল অর্থাৎ ২৬শে এপ্রিল এদেশে লঞ্চ করার পরিকল্পনা করেছে সংস্থাটি। উল্লেখ্য, Nokia G21 গত বছর জুলাই মাসে আগত Nokia G20 ফোনের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। দুটি ফোনকেই চলতি বছরের প্রথমার্ধে ইউরোপ সহ কয়েকটি নির্বাচিত বাজারে উন্মোচিত করা হয়েছিল। যার দরুন এই আসন্ন হ্যান্ডসেটগুলির ফিচার আমাদের জানা। সেক্ষেত্রে, Nokia G21 ফোনে ৫০ মেগাপিক্সেল মুখ্য সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৬.৫ ইঞ্চির ডিসপ্লে প্যানেল দেখা যাবে। অন্যদিকে Nokia G11, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং তিন দিনের ব্যাটারি লাইফ অফার করতে পারে। যদিও, সংস্থার তরফ থেকে আসন্ন মডেল দুটির ভারতীয় ভ্যারিয়েন্টের ফিচার এখনো নিশ্চিত করা হয়নি।

Nokia G21 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

নোকিয়ার এই লেটেস্ট স্মার্টফোনটি ইউরোপিয়ান সংস্করণের প্রায় অনুরূপ স্পেসিফিকেশনের সাথে ভারতে পা রাখবে বলে মনে করা হচ্ছে। যদিও বাহ্যিক ডিজাইনের ক্ষেত্রে সামান্য তারতম্য দেখা যেতে পারে। জল্পনা সত্যি হলে নোকিয়া জি২১ স্মার্টফোনের ভারতীয় সংস্করণে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (১৬০০x৭২০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে দেখা যাবে। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার-ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। পূর্ববর্তী মডেলের মতো এতে বৃত্তাকারের পরিবর্তে একটি আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউল দেওয়া হবে, যাতে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর হতে পারে৷ জানিয়ে রাখি, এইচএমডি গ্লোবাল (HMD Global) অধীনস্থ সংস্থাটি তাদের এই লেটেস্ট ফোন থেকে ৫ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা বাদ দিয়েছে, যা কিনা আগের হ্যান্ডসেটে বিদ্যমান ছিল।

পারফরম্যান্সের দিক থেকে, Nokia G21 স্মার্টফোনটি ইউনিসক টি৬০৬ প্রসেসর এবং মালি জি৫৭ জিপিইউ সহ আসবে। ফোনটি ৪ জিবি/৬জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সহ আসবে বলে মনে করা হচ্ছে। তদুপরি, এই আপকামিং ফোনের স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সম্প্রসারিত করা যাবে।

নোকিয়া এই হ্যান্ডসেটের গ্লোবাল ভ্যারিয়েন্টকে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমের সাথে নিয়ে এসেছিল এবং সংস্থাটি কমপক্ষে দু’বছরের জন্য ফ্রি অ্যান্ড্রয়েড আপডেট ও তিন বছরের সিকিউরিটি প্যাচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। সেন্সর হিসাবে এতে, অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি সেন্সর এবং অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর থাকবে। কানেক্টিভিটি অপশনের ক্ষেত্রে ফোনটিতে – 4G VoLTE, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস/এ-জিপিএস, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক ইত্যাদি দেওয়া হবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে, ডিভাইসটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এআই (AI) ফেস আনলকের সাথে আসবে৷

Nokia G21 ফোনে ৫,০৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যার সাথে ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সমর্থন পাওয়া যাবে। প্রসঙ্গত, ইউরোপীয়ান ভার্সনের রিটেল বক্সে ১০ ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার দেওয়া হয়েছিল।

Nokia G21 দাম (সম্ভাব্য)

ইউরোপে Nokia G21 ফোনের প্রারম্ভিক মূল্য ১৭০ ইউরো বা প্রায় ১৪,০০০ টাকার সমান। ফলে ডিভাইসটি ভারতে প্রায় ১৩,০০০ টাকা প্রারম্ভিক মূল্যের সাথে আত্মপ্রকাশ করতে পারে বলে আশা করা হচ্ছে। এটি দুটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যেতে পারে – নর্ডিক ব্লু এবং ডাস্ক।

Nokia G11 এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

অন্যদিকে অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত নোকিয়া জি১১ ফোনে, ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) ডিসপ্লে দেখা যাবে। এটি ইউনিসক টি৬০৬ প্রসেসর সহ আসবে। স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি মেমরি পাওয়া যাবে। এক্ষেত্রে, ফোনের স্টোরেজ ক্যাপাসিটি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে। ক্যামেরা ফ্রন্টের কথা বললে, এই ফোনকে ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে সজ্জিত করে নিয়ে আসা হবে। আর সেলফি তোলার জন্য এই হ্যান্ডসেটে একটি ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হবে।

কানেক্টিভিটির জন্য Nokia G11 ফোনে, 4G LTE, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ভি৫.০, জিপিএস/এ-জিপিএস, এফএম রেডিও, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক পাওয়া যাবে। আর সিকিউরিটি ফিচার হিসাবে, এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে। আসন্ন Nokia G11 ফোনের ব্যাটারি ফ্রন্ট ও সেন্সর অপশন পূর্ববর্তী Nokia G21 -এর ন্যায় এক সমান।