16 জিবি র‌্যাম ও শক্তিশালী প্রসেসরের সাথে লঞ্চ হল HP Envy x360 15, দাম জেনে নিন

HP Envy x360 15 ল্যাপটপের দাম ৭৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে

আজ অর্থাৎ ১২ই জুলাই ভারতের বাজারে পা রাখলো নতুন HP Envy x360 15 (2023) ল্যাপটপ। এটিকে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i5 / i7 প্রসেসর এবং এএমডি রাইজেন ৭-সিরিজ চিপসেট ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ করা হয়েছে। ক্রেতারা আলোচ্য মডেলটিকে OLED এবং IPS LCD ডিসপ্লে প্যানেল বিকল্পের মধ্যে বেছে নিতে পারবেন। পার্থক্য হল OLED অপশনটি আইম্যাক্স এনহ্যান্সড সার্টিফায়েড, যা আইমাক্স ক্যামেরায় শুট করা চলচ্চিত্রকে দুর্দান্ত কোয়ালিটির সাথে প্রদর্শন করে। বিপরীতে IPS LCD বিকল্পটি OLED -এর সমতুল্য রেজোলিউশন অফার করলেও, এইচডিআর এবং আইম্যাক্স এনহ্যান্সড সার্টিফিকেশন প্রাপ্ত নয়৷ আর এই ল্যাপটপ ৩৬০-ডিগ্রি হিঞ্জ ডিজাইনের সাথে এসেছে, ফলে এটিকে ট্যাবলেট হিসাবেও ব্যবহার করা যাবে। এছাড়া এতে – ডুয়েল-অ্যারে মাইক্রোফোন, ডুয়েল স্পিকার সিস্টেম, ফ্রন্ট IR ক্যাম, এবং ৯০ ওয়াট পর্যন্ত চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি পাওয়া যাবে।

ভারতে HP Envy x360 15 ল্যাপটপের দাম ও লভ্যতা

এদেশে এইচপি এনভয় এক্স৩৬০ ১৫ ল্যাপটপের দাম ৭৮,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ডিভাইসটির আইমাক্স এনহ্যান্সড সার্টিফায়েড OLED ডিসপ্লে ভ্যারিয়েন্টের দাম এখনো প্রকাশ্যে নিয়ে আসা হয়নি। লভ্যতার কথা বললে, আগ্রহীরা এটিকে এইচপি অনলাইন স্টোর এবং এইচপি ওয়ার্ল্ড স্টোর থেকে কিনতে পারবেন।

HP Envy x360 15 ল্যাপটপের স্পেসিফিকেশন

এইচপি ব্র্যান্ডের এই লেটেস্ট মডেলের নামে থাকা ‘x360’ শব্দটি স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এই ল্যাপটপের ডিসপ্লেকে ৩৬০-ডিগ্রি রোটেট বা ঘোরানো যাবে, যা ট্যাবলেটের মতো কার্যকারিতা অফার করবে। এক্ষেত্রে ডিভাইসটির OLED বা LCD উভয় ডিসপ্লে ভ্যারিয়েন্টের ক্ষেত্রেই টাচ-ফাঙ্কশনালিটি উপলব্ধ। আলোচ্য মডেলে ১৫.৬-ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রিন-টু-বডি রেশ ৮৮.৩৪%। এক্ষেত্রে আগেই যেমনটা বলেছি, এইচপি এনভয় এক্স৩৬০ ল্যাপটপের OLED ডিসপ্লে বিকল্প আইম্যাক্স এনহ্যান্সড সার্টিফিকেশন সহ এসেছে। এতে ফুল এইচডি রেজোলিউশন (১৯২০x১০৮০ পিক্সেল), ৪০০ নিট পিক ব্রাইটনেস, এইচডিআর, ১০০% DCI-P3 কালার গ্যামেট এবং লো ব্লু লাইট মোড সাপোর্ট করে। অন্যদিকে ডিভাইসটির IPS LCD ডিসপ্লে একই রেজোলিউশন অফার করলেও, এইচডিআর এবং আইম্যাক্স এনহ্যান্সড সার্টিফিকেশন প্রাপ্ত নয়৷

HP Envy x360 15 ল্যাপটপটি এসেছে দুটি প্রসেসর সংস্করণের সাথে। যার মধ্যে ইন্টেল-ভ্যারিয়েন্টের বেস ইউনিটে রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর i5-1335U চিপসেট এবং টপ-এন্ড মডেলে ব্যবহার করা হয়েছে ইন্টেল কোর i7-1355U প্রসেসর। এতে ১৬ জিবি পর্যন্ত LPDDR র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত SSD স্টোরেজ মিলবে। পাশাপাশি, ক্রেতারা ডিভাইসটিকে এএমডি প্রসেসর বিকল্পের সাথেও বেছে নিতে পারবেন। এক্ষেত্রে এএমডি রাইজেন ৫ ৭৫৩০ইউ অথবা এএমডি রাইজেন ৭ ৭৭৩০ প্রসেসর অপশন দেওয়া হবে।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, HP Envy x360 15 (2023) ল্যাপটপ নয়েজ-রিডাকশন ফিচার সহ ৫-মেগাপিক্সেল IR ক্যামেরা এবং ডুয়াল-অ্যারে ডিজিটাল মাইক্রোফোন সহ এসেছে। এতে ডুয়েল-স্পিকার সিস্টেম আছে, যা ‘ব্যাং অ্যান্ড ওলুফসেন’ দ্বারা টিউনড। কানেক্টিভিটির জন্য এতে – ২টি ইউএসবি টাইপ-সি পোর্ট (PD অন্তর্ভুক্ত), ৩টি ইউএসবি টাইপ-এ পোর্ট, এইচডিএমআই ২.১, এবং একটি হেডফোন জ্যাক দেওয়া হয়েছে৷ আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে আলোচ্য ল্যাপটপে ৯০ ওয়াট পর্যন্ত চার্জিং প্রযুক্তি সমর্থিত ৪-সেল ৫৫Whr ক্যাপাসিটির ব্যাটারি মিলবে। পরিশেষে, উইন্ডোজ ১১ ওএস চালিত নয়া HP Envy x360 15, ওশান-বাউন্ড প্লাস্টিক এবং পুনর্ব্যবহৃত অ্যালুমিনিয়াম মেটেরিয়াল দ্বারা নির্মিত।