Nokia G21 আসছে Unisoc প্রসেসরের সঙ্গে, দেখা গেল Geekbench বেঞ্চমার্কিং সাইটে

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল Nokia G21 বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি শুরু করেছে। বলাই বাহুল্য ফোনটি গত বছর লঞ্চ হওয়া Nokia G20 ফোনের উত্তরসূরি হিসেবে আত্মপ্রকাশ করবে৷ সাম্প্রতিক রিপোর্ট থেকে ইতিমধ্যেই আপকামিং নোকিয়া হ্যান্ডসেটটির সম্পর্কে একাধিক তথ্য সামনে এসেছে। আর লঞ্চের আগে এখন Nokia G21 মডেলটি গিকবেঞ্চে (Geekbench) দেখতে পাওয়া গিয়েছে৷ এই বেঞ্চমার্কিং সাইটের লিস্টিং থেকে ডিভাইসটির কয়েকটি স্পেসিফিকেশনও প্রকাশ্যে এসেছে। দেখে নেওয়া যাক, Nokia G21 সম্পর্কে ঠিক কি কি নতুন তথ্য উঠে এল

Nokia G21- কে স্পট করা গেল Geekbench সাইটে

নোকিয়া জি২১ স্মার্টফোনটি বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। সাইটের লিস্টিং অনুযায়ী, এই ফোনে ব্যবহার করা হয়েছে একটি ইউনিসক প্রসেসর। যদিও তালিকায় এই চিপসেটের নাম উল্লেখ করা নেই, তবে সেটি ১.৬১ গিগাহার্টজ বেস ফ্রিকোয়েন্সি অফার করবে বলে জানা গিয়েছে। অনুমান, এটি ইউনিসক টি৬০৬ (Unisoc T606) চিপসেট হতে পারে৷

নোকিয়া জি২১ ৪ জিবি র‍্যাম ও অ্যায়েড ১১ অপারেটিং সিস্টেম সহ বাজারে আসবে। ডিভাইসটি গিকবেঞ্চের সিঙ্গেল কোর টেস্টে ৩১২ পয়েন্ট ও মাল্টি কোর টেস্টে ১,১৫৭ পয়েন্ট অর্জন করেছে।

নোকিয়া জি২১- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Nokia G21 Expected Specifications)

বিভিন্ন মহল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নোকিয়া জি২১ ফোনে ৬.৫ ইঞ্চি আইপিএস এলসিডি টিয়ার ড্রপ নচ ডিসপ্লের সঙ্গে আসবে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং এইচডি+ রেজোলিউশন অফার করবে৷ ফটোগ্রাফির জন্য, নোকিয়া জি২১-এর রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সিস্টেমে উপস্থিত থাকতে পারে – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং দুটি ২ মেগাপিক্সেলের লেন্স। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হতে পারে।

Nokia G21 সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত স্টোরেজ সহ আসতে পারে এবং অন্যান্য নোকিয়া ফোনের মতো এটি অ্যান্ড্রয়েডের স্টক সংস্করণে চলবে বলে জানা গেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে।

উল্লেখ্য, এখনো পর্যন্ত এই আসন্ন নোকিয়া স্মার্টফোনের দাম সম্পর্কে কোনও তথ্য সামনে আসেনি। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এই ডিভাইসটি এই মাসের প্রথম দিকে ভারতের বাজারে পা রাখতে পারে। Nokia G21 ব্ল্যাক এবং ডাস্ক- এই দুই কালার অপশনে বাজারে উপলব্ধ হতে পারে।