Nokia G21: 15 হাজারের কমে নোকিয়ার নয়া ফোন, 50MP ক্যামেরা, সঙ্গে রেগুলার Android আপডেটের প্রতিশ্রুতি

অবশেষে নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল ইউরোপের বাজারে লঞ্চ করলো তাদের নতুন বাজেট স্মার্টফোন Nokia G21। এই হ্যান্ডসেটটি Nokia G20-এর উত্তরসূরি হিসেবে আসলেও ডিজাইনের দিক থেকে এটি পূর্বসূরির থেকে অনেকটাই আলাদা। Nokia G20 মডেলের ব্যাক প্যানেলে দেখা গিয়েছিল বৃত্তাকার ক্যামেরা মডিউল, সেখানে নতুন Nokia G21 ফোনে দেওয়া হয়েছে গোলকার প্রান্ত বিশিষ্ট আয়তকার ক্যামেরা সেটআপ৷ এছাড়াও এই বাজেট রেঞ্জের ফোনে রয়েছে Unisoc T606 প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৫,০৫০ এমএএইচ ব্যাটারি। আসুন তাহলে নয়া Nokia G21 স্মার্টফোনটির দাম ও সকল স্পেসিফিকেশনগুলি জেনে নেওয়া যাক।

নোকিয়া জি২১- এর দাম ও লভ্যতা (Nokia G21 Price and Availability)

নোকিয়া ব্র্যান্ডের এই নতুন ডিভাইসটি ইউরোপের বাজারে এসেছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/ ১২৮ জিবি স্টোরেজ সহ এবং এই হ্যান্ডসেটটির দাম রাখা হয়েছে ১৭০ ইউরো (প্রায় ১৪,৫০০ টাকা)।

নোকিয়া জি২১ ফোনটি শীঘ্রই ইউরোপের বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে এবং এই মডেলটিকে নর্ডিক ব্লু এবং ডাস্ক- এই দুটি কালার অপশনে বেছে নিতে পারবেন ক্রেতারা।

উল্লেখ্য, নোকিয়া জি২০ পূর্বে ভারতের বাজারে পা রেখেছিল৷ সে ক্ষেত্রে নোকিয়া জি২১-এর এ দেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা উজ্জ্বল৷

নোকিয়া জি২১- এর স্পেসিফিকেশন (Nokia G21 Specifications)

নোকিয়া জি২১- এ রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি+ এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬০৬ প্রসেসর৷ ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি/১২৮ জিবি স্টোরেজ অপশনে উপলব্ধ আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য, Nokia G21- এর ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এতে সুপার রেজোলিউশন এবং নাইট মোডের মত ফিচার মিলবে৷ এছাড়া, ফোনের সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য, Nokia G21 রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি। তবে ফোনের সাথে আসা চার্জারে মাত্র ১০ ওয়াট চার্জিং স্পিডই সাপোর্ট করবে। অ্যান্ড্রয়েড ১১ প্রি-ইনস্টলড থাকলেও, সেটি পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১২ এবং অ্যান্ড্রয়েড ১৩-এ আপগ্রেড করা যাবে বলে নোকিয়া জানিয়েছে৷