Nokia G21 ট্রিপল ক্যামেরা ও তিনটি রঙের বিকল্পে বাজারে আসছে, ফ্রন্ট ও ব্যাক প্যানেলের ছবি ফাঁস

নোকিয়া ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল Nokia G21 বলে একটি মিড-রেঞ্জ হ্যান্ডসেট শীঘ্রই বাজারে আনতে চলেছে। চলতি সপ্তাহেই এই আসন্ন G সিরিজের ফোনটিকে বেঞ্চমার্কিং সাইট গিকবেঞ্চ (Geekbench)- এ দেখা গিয়েছিল। আর এখন এক টিপস্টার প্রকাশ্যে আনলেন Nokia G21 ফোনের বেশ কয়েকটি রেন্ডার। এগুলি থেকে স্মার্টফোনটির ডিজাইন এবং কালার অপশনগুলি সম্পর্কে জানা গেছে। এই নোকিয়া ফোনটি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ডিজাইন সহ আসতে পারে।

ফাঁস হল Nokia G21 ফোনের রেন্ডার

টিপস্টার রোল্যান্ড কোয়ান্ডট (Roland Quandt) তার নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে নোকিয়া জি২১ ফোনের রেন্ডারগুলি শেয়ার করেছেন। ফাঁস হওয়া রেন্ডারগুলি আসন্ন হ্যান্ডসেটের সম্পূর্ণ ডিজাইনটি প্রকাশ করেছে। রেন্ডার অনুযায়ী, নোকিয়া জি২১ ফোনে দেখা যাবে ওয়াটারড্রপ নচ স্টাইল ডিসপ্লে ডিজাইন এবং ডিসপ্লের নীচের অংশে পুরু বেজেল থাকলেও ওপরে ও দুই ধারের বেজেল হবে অত্যন্ত সরু।

এবার আসা যাক, এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলের ডিজাইনের প্রসঙ্গে। Nokia G21 ফোনের রিয়ার প্যানেলে টেক্সচার্ড ফিনিশ এবং ডুয়েল-টোন ডিজাইন থাকবে বলে মনে করা হচ্ছে। ফোনের আয়তকাফ রিয়ার ক্যামেরা মডিউলটি প্যানেলের ওপরের বাম কোণে অবস্থান করবে এবং এই মডিউলে চকচকে ফিনিস থাকবে। এছাড়া, স্মার্টফোনটির ডান প্রান্তে ভলিউম বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারযুক্ত পাওয়ার বাটনটি থাকবে। Nokia G21- এর বাম প্রান্তে সিম-কার্ড ট্রে এবং একটি বাটন দেখা যাবে, যা সম্ভবত ডেডিকেটেড গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন হতে পারে। এই আসন্ন নোকিয়া ডিভাইসটি ডার্ক ব্রাউন, ডার্ক গ্রীন এবং লাইট গ্রীন – এই তিনটি রঙের বিকল্পে আসতে পারে।

নোকিয়া জি২১- এর সম্ভাব্য স্পেসিফিকেশন (Nokia G21 Expected Specifications)

নোকিয়া জি২১ ফোনে ২০:৯ এসপেক্ট রেশিও সহ ৬.৫ ইঞ্চি এইচডি+ (১,৬০০ × ৭২০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে থাকতে পারে। প্রসঙ্গত, নোকিয়া জি২১ ফোনটিকে এই সপ্তাহের শুরুতেই গিকবেঞ্চের ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। সাইটের তালিকাটি থেকে জন্য গেছে, এই হ্যান্ডসেটে একটি অক্টা-কোর ইউনিসক টি৬০৬ (UniSoC T606) চিপসেট এবং মালি জি৫৭ (Mali G57) জিপিউ থাকবে। ডিভাইসটি ৪ জিবি র‍্যাম এবং অ্যান্ড্রয়েড ১১ সহ আসবে।

Nokia G21 ফোনে দেওয়া হতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি এলইডি ফ্ল্যাশ। ডিভাইসের অন্য দুটি সেন্সর হতে পারে ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। পাওয়ার ব্যাকআপের জন্য, এই হ্যান্ডসেটে ৫,০৫০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। Nokia G21 ফেব্রুয়ারিতেই ভারতীয় বাজারে লঞ্চ হওয়ার সম্ভাবনা।