Nokia G300 মাত্র ১৫ হাজার টাকায় 5G সাপোর্ট সহ লঞ্চ হল, রয়েছে শক্তিশালী ব্যাটারি

Nokia G300 অবশেষে আজ লঞ্চ হল। গত কয়েক সপ্তাহ ধরে ফোনটির রেন্ডার সহ স্পেসিফিকেশন ফাঁস হচ্ছিল। ফলে এই 5G ফোনটি যে শীঘ্রই বাজারে আসতে চলেছে তা অনুমান করা যাচ্ছিল। Nokia G300 ফোনে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর ও ৪,৪৭০ এমএএইচ ব্যাটারি। আবার এই ফোনে পাওয়া যাবে ট্রিপল রিয়ার ক্যামেরা ও এইচডি প্লাস ডিসপ্লে। আসুন Nokia G300 এর দাম ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nokia G300 দাম ও লভ্যতা

নোকিয়া জি৩০০ ফোনের দাম রাখা হয়েছে ২০০ ডলার, যা প্রায় ১৫,০০০ টাকা। এই মূল্য ফোনটির ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। আগামী ১৯ অক্টোবর থেকে আমেরিকায় ফোনটির সেল শুরু হবে। ভারত সহ অন্যান্য দেশে নোকিয়া জি৩০০ কখন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি।

Nokia G300 স্পেসিফিকেশন, ফিচার

নোকিয়া জি৩০০ ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে আছে ৬.৫৭ ইঞ্চি এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) এলসিডি স্ক্রিন, যার এসপেক্ট রেশিও ২০:৯ এবং ডিজাইন ভি নচ। নোকিয়া জি৩০০ কেবল ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এই ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ প্রসেসর। এই একই প্রসেসর Nokia G50, X10, X20 ফোনেও আমরা দেখেছিলাম।

ফটোগ্রাফির জন্য Nokia G300 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত।

Nokia G300 ফোনের রিয়ার ক্যামেরায় EIS ( ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন) ও নাইট মোড সাপোর্ট করবে। এই ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৪৭০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির অন্যান্য ফিচারের মধ্যে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, OZO অডিও সাউন্ড। আবার কানেক্টিভিটি অপশনের মধ্যে রয়েছে 5G, 4G, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস, ৩.৫মিমি হেডফোন জ্যাক।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন